কোদনানি, বজরাঙ্গির মৃত্যুদণ্ডের আবেদনে স্থগিতাদেশ
গুজরাত দাঙ্গা মামলায় দোষী সাব্যস্ত প্রাক্তন ক্যাবিনেট মন্ত্রী মায়া কোদনানি এবং বজরং দলের নেতা বাবু বজরাঙ্গির মৃত্যুদণ্ডের আবেদন স্থগিত রাখল গুজরাত সরকার। অ্যাডভোকেট জেনারেলের সঙ্গে আলোচনা করে পরবর্তী ক্ষেত্রে আবেদন জানানো হবে বলে জানানো হয়েছে। এর আগে মায়া কোদনানি, বাবু বজরাঙ্গিসহ আরও আটজনের মৃত্যুদণ্ড চেয়ে হাইকোর্টে আপিল করেছিল সরকার।
গুজরাত দাঙ্গা মামলায় দোষী সাব্যস্ত প্রাক্তন ক্যাবিনেট মন্ত্রী মায়া কোদনানি এবং বজরং দলের নেতা বাবু বজরাঙ্গির মৃত্যুদণ্ডের আবেদন স্থগিত রাখল গুজরাত সরকার। অ্যাডভোকেট জেনারেলের সঙ্গে আলোচনা করে পরবর্তী ক্ষেত্রে আবেদন জানানো হবে বলে জানানো হয়েছে। এর আগে মায়া কোদনানি, বাবু বজরাঙ্গিসহ আরও আটজনের মৃত্যুদণ্ড চেয়ে হাইকোর্টে আপিল করেছিল সরকার।
২০০২ সালে গুজরাতের নারোদা পাটিয়া এলাকায় দাঙ্গার ঘটনায় মোট সাতানব্বই জনের মৃত্যু হয়। গোধরায় ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনার পরের দিনই নারোদা পাটিয়া এলাকায় এই হামলা হয়। গতবছর এই মামলায় মায়া কোদনানিকে ২৮ বছর জেল, বাবু বাজরাঙ্গির আজীবন কারাবাস, আটজনের একত্রিশ বছরের কারাবাস এবং ২২জনের ২৪ বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দেয় আদালত। সেই রায়ের বিরুদ্ধেই হাইকোর্টে আপিল করে গুজরাত সরকার।