লালকেল্লার লহোরি গেটের কাছে উদ্ধার গ্রেনেড

লালকেল্লার লহোরি গেটের কাছে কুয়ো থেকে উদ্ধার গ্রেনেড। তবে গ্রেনেডটি অত্যন্ত পুরনো বলে জানা গিয়েছে। গতকাল সন্ধ্যায় রুটিন পরিষ্কার করছিল আর্কিওলজিকাল সোসাইটির দল। সে সময় কুয়ো থেকে উদ্ধার হয় গ্রেনেডটি।

Updated By: May 5, 2017, 04:45 PM IST
লালকেল্লার লহোরি গেটের কাছে উদ্ধার গ্রেনেড

ওয়েব ডেস্ক : লালকেল্লার লহোরি গেটের কাছে কুয়ো থেকে উদ্ধার গ্রেনেড। তবে গ্রেনেডটি অত্যন্ত পুরনো বলে জানা গিয়েছে। গতকাল সন্ধ্যায় রুটিন পরিষ্কার করছিল আর্কিওলজিকাল সোসাইটির দল। সে সময় কুয়ো থেকে উদ্ধার হয় গ্রেনেডটি।

আরও পড়ুন- উত্তরপ্রদেশে শিবপাল যাদবের নতুন দলের ঘোষণা, জাতীয় সম্পাদক হচ্ছেন মুলায়ম

খবর দেওয়া হয় পুলিসে। সারা রাত জায়গাটি ঘিরে রাখা হয়। দমকল আসে। আসে NSG -র বম্ব ডিজপোজাল স্কোয়াডও। তবে পরীক্ষার পর জানা গিয়েছে, গ্রেনেডটি অত্যন্ত পুরনো। সেটি থেকে কোনও ক্ষতির সম্ভাবনা নেই। মাস তিনেক আগে লহোরি গেটের কাছ থেকেই উদ্ধার হয় ৩টি প্যাকেট। এর মধ্যে একটিতে পাওয়া যায় ৫টি মর্টার, ৪৪ রাউন্ড কার্তুজ এবং ৮৭টি ব্যবহৃত কার্তুজের খোল। সেগুলি কোথা থেকে এবং কীভাবে এল, তা নিয়ে তদন্ত চলছে। এর মধ্যেই পুরনো গ্রেনেড উদ্ধার। এবারও  কোথা থেকে এবং কীভাবে গ্রেনেডটি এল, তা খতিয়ে দেখা হচ্ছে।

.