শহিদ সন্তানদের শিক্ষা খাতে খরচের সম্পূর্ণ দায়িত্ব নিল কেন্দ্র
সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খাবর, বৃহস্পতিবার এই খবর অর্থমন্ত্রক থেকে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে। বলা হয়েছে, এবার থেকে সরকারি বিদ্যালয়, কলেজ ও সরকার অনুমোদিত বিদ্যালয়ে পড়ার ক্ষেত্রে বিশেষ আর্থিক ছাড় পাবে এইসব ছাত্রছাত্রীরা।
নিজস্ব প্রতিবেদন: শহিদ জওয়ানদের সন্তানদের শিক্ষা খাতে খরচের উর্দ্ধসীমা প্রত্যাহার করল কেন্দ্রীয় সরকার। চলতি নিয়মে এই খাতে প্রতি মাসে ১০ হাজার টাকার সীমা ছিল। কিন্তু এবার থেকে শহীদদের সন্তানদের লেখাপড়ার সম্পূর্ণ খরচটাই বহন করবে সরকার।
Govt scraps cap on educational concession for children of Armed Forces Officers, Personnel Below Officer Rank, missing, disabled and martyred in action.
— All India Radio News (@airnewsalerts) March 22, 2018
সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খাবর, বৃহস্পতিবার এই খবর অর্থমন্ত্রক থেকে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে। বলা হয়েছে, এবার থেকে সরকারি বিদ্যালয়, কলেজ ও সরকার অনুমোদিত বিদ্যালয়ে পড়ার ক্ষেত্রে বিশেষ আর্থিক ছাড় পাবে এইসব ছাত্রছাত্রীরা।
উল্লেখ্য, কিছুদিন আগেই এক আলোচনা দেশ গড়তে সেনাবাহিনীর অবদানের কথা বিশেষভাবে উল্লেখ করেছিলেন সেনাপ্রধান বিপিন রাওয়াত। শুধু দেশের জন্য প্রাণ দেওয়াই নয়, জাতীয় অর্থনীতিতে আরও মজবুত করতে সেনার অবদানের কথা বলেছিলেন তিনি।