‘ভারতরত্ন’ দেওয়া হোক সাধুদেরও, দাবি রামদেবের

নিজস্ব প্রতিবেদন: ভারতরত্ন দেওয়া নিয়ে সরকারের নীতি বদলের দাবি করলেন যোগগুরু রামদেব। তাঁর দাবি, এবার ভারতরত্ন দেওয়া হোক সাধুদেরও।

আরও পড়ুন-ছাগল নিয়ে বিবাদ, যুবকের পুরুষাঙ্গে কোপ প্রতিবেশীর

শুক্রবারই ভারতরত্ন দেওয়ার কথা ঘোষণা করেছে সরকার। শনিবার রামদেব বলেন, গত ৭০ বছরে সাধুদের মধ্যে থেকে কেউই ভারতরত্ন পাননি। তা সে স্বামী বিবেকানন্দই হোক কিংবা মহর্ষি দয়ানন্দ সরস্বতী অথবা শিবকুমার স্বামী। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক।

উল্লেখ্য, সম্প্রতি কর্ণাটকের লিঙ্গায়েত গুরু স্বামী শিবকুমারকে ভারতরত্ন দেওয়ার দাবি উঠেছে। কয়েকদিন আগে তাঁর মৃত্যুও হয়েছে। এরকম এক অবস্থায় ওই দাবি তুললেন রামদেব।

গত ২১ জানুয়ারি ১১১ বছর বয়সে মৃত্যু হয়েছে শিবকুমার স্বামীর। কর্ণাটকে ভক্তদের কাছে তাঁর পরিচিত ছিল ‘চলমান ঈশ্বর’ হিসেবে। তাঁর পরিচালিত সোসাইটি রাজ্যে ১০০ শিক্ষা প্রতিষ্ঠান চালায়।

আরও পড়ুন-শাসকদলে গোষ্ঠীসংঘর্ষ, পঞ্চায়েত সমিতির সদস্যকে খুনের চেষ্টা

প্রসঙ্গত, এবছর ভারতরত্ন খেতাব দেওয়া হয়েছে প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়, গায়ক ভূপেন হাজারিকা ও জনসংঘ নেতা নানাজি দেশমুখকে। কংগ্রেস অবশ্য সরকারের এই সিদ্ধান্ত নিয়ে কিছু না বললেও স্বামী বিবেকানন্দকে কেন ভারতরত্ন দেওয়া হয়নি তা নিয়ে প্রশ্ন তুলেছে।

English Title: 
Govt. should consider giving Bharat Ratna from ‘Sanyasis’, says Ramdev
News Source: 
Home Title: 

‘ভারতরত্ন’ দেওয়া হোক সাধুদেরও, দাবি রামদেবের

‘ভারতরত্ন’ দেওয়া হোক সাধুদেরও, দাবি রামদেবের
Yes
Is Blog?: 
No
Section: