বাধা কাটিয়ে কালই সংসদে পেশ হতে পারে ধর্ষণ বিরোধী বিল
নারী নির্যাতন প্রতিরোধ বিলে সহমতের ভিত্তিতে সহবাসের বয়সসীমা ১৮ বছর বয়সেই রেখে দিতে সম্মত হল কেন্দ্রীয় সরকার। আগামিকালই সংসদে পেশ হতে পারে বিলটি।
Updated By: Mar 18, 2013, 08:03 PM IST
নারী নির্যাতন প্রতিরোধ বিলে সহমতের ভিত্তিতে সহবাসের বয়সসীমা ১৮ বছর বয়সেই রেখে দিতে সম্মত হল কেন্দ্রীয় সরকার। আগামিকালই সংসদে পেশ হতে পারে বিলটি।
খসড়া বিলে সহবাসের বয়সসীমা ১৮ থেকে কমিয়ে ১৬ করে কেন্দ্রীয় সরকার। এই নিয়ে আপত্তি তোলে একাধিক রাজনৈতিক দল। এছাড়াও বিলের বিভিন্ন ধারা নিয়ে আপত্তি ওঠে। আইনের অপব্যবহার হতে পারে বলে আশঙ্কাপ্রকাশ করে রাজনৈতিক দলগুলি।
এ নিয়ে দফায় দফায় সর্বদল বৈঠক ব্যর্থ হওয়ার পর, রাজনৈতিক দলগুলির প্রতিনিধিদের নিয়ে নিজের চেম্বারে বৈঠক করেন সংসদ বিষয়ক মন্ত্রী কমলনাথ। সেখানেই সহমতের ভিত্তিতে সহবাসের বয়সসীমা ১৮ বছর রেখে দেওয়ার বিষয়ে তিনি সম্মতি দেন বলে সূত্রের খবর।