গোরখপুর রেল দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৪০
গোরখপুরে রেল দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪০। সোমবার উত্তরপ্রদেশের সন্ত কবীর নগরে চুরের রেল স্টেশনের কাছে, দাঁড়িয়ে থাকা মালগাড়িতে ধাক্কা মারে গোরক্ষপুরগামী গোরখধাম এক্সপ্রেস। বেলাইন হয়ে যায় ছটি বগি। যার মধ্যে ৪টি জেনারেল ও ২টি এসি বগি রয়েছে-একটি এসি ফার্স্ট ক্লাস ও একটি এসি টু টায়ার।
গোরখপুরে রেল দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪০। সোমবার উত্তরপ্রদেশের সন্ত কবীর নগরে চুরের রেল স্টেশনের কাছে, দাঁড়িয়ে থাকা মালগাড়িতে ধাক্কা মারে গোরক্ষপুরগামী গোরখধাম এক্সপ্রেস। বেলাইন হয়ে যায় ছটি বগি। যার মধ্যে ৪টি জেনারেল ও ২টি এসি বগি রয়েছে-একটি এসি ফার্স্ট ক্লাস ও একটি এসি টু টায়ার।
দুর্ঘটনার কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌছয় চিকিত্সকদের একটি দল ও একটি উদ্ধারকারী ট্রেন। ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছে রেল কর্তৃপক্ষ। মৃতদের পরিবারকে ১ লক্ষ টাকা, গুরুতর আহতদের ৫০ হাজার ও অন্যান্য আহতদের ১০ হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
ধ্বংসস্তুপের মধ্যে অনেকে আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। দ্রুত উদ্ধারের কাজ, আহতদের যথাযথ চিকিতসার ব্যবস্থা যাতে হয় সে জন্য ক্যাবিনেট সচিবকে নির্দেশ দিয়েছেন নরেন্দ্র মোদী। রেল দুর্ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন নরেন্দ্র মোদী, কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী।
মৃত ও আহতদের পরিবারকে সবরকম সহযোগিতার আশ্বাস দিয়েছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব।
UP train tragedy: Helpline numbers
Lucknow — 0522 2635639, 2288890
Gorakhpur — 0551 2004893
Gonda — 05262 222330