গো এয়ার-এ দুর্দান্ত 'মনসুন বোনানজা'!

বর্ষায় ঘোরার জন্য দারুণ অফার। 'মনসুন বোনানজা' নিয়ে এল গো এয়ার।

Updated By: Jun 29, 2016, 02:39 PM IST
গো এয়ার-এ দুর্দান্ত 'মনসুন বোনানজা'!

ওয়েব ডেস্ক : বর্ষায় ঘোরার জন্য দারুণ অফার। 'মনসুন বোনানজা' নিয়ে এল গো এয়ার।

টিকিট শুরু হচ্ছে ৮৪৯ টাকা থেকে। দেওয়া হচ্ছে দুর্দান্ত কিছু ছাড়। আগে থেকে বুকিং করলে মিলের উপর পাওয়া যাবে ৬০ শতাংশ ছাড়। পেটিএম-এর মাধ্যমে পে করলে ১০ শতাংশ ক্যাশব্যাক। এছাড়া ক্যাফে কফি ডে থেকে মিলবে ২০০ টাকার ভাউচার। সংস্থার তরফে এই অফারের নাম দেওয়া হয়েছে 'মনসুন অ্যান্ড মোর'।

অফারে টিকিট কাটার সুবিধা মিলবে চার দিন। ২৯ জুন থেকে ২ জুলাই পর্যন্ত। সেই টিকিটে আপনি ১ জুলাই থেকে ৩০ সেপ্টেম্বর, তিন মাস দেশের যেকোনও জায়গায় ঘুরতে যেতে পারবেন। তবে এই স্কিমে টিকিট কেটে তা বতিল করলে ভাড়ার টাকা ফেরত পাওয়া যাবে না।

.