মহিলাদের জন্য সবচেয়ে নিরাপদ রাজ্য গোয়া: রিপোর্ট

Updated By: Nov 2, 2017, 04:01 PM IST
মহিলাদের জন্য সবচেয়ে নিরাপদ রাজ্য গোয়া: রিপোর্ট

নিজস্ব প্রতিবেদন: দেশে মহিলাদের জন্য সব থেকে নিরাপদ রাজ্য গোয়া। সাম্প্রতিক এক সমীক্ষায় এমন তথ্যই উঠে এসেছে।

আরও পড়ুন:  মধ্যবিত্তের জন্য সুখবর! বাড়ি ও গাড়ির ঋণের ওপর সুদ কমাল এসবিআই

খবরের কাগজের পাতায়, টেলিভিশনে চোখ রাখলে দেশে নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠে রোজ। সত্যিই দেশের কোন অঞ্চল নারীদের জন্য কতটা নিরাপদ জানতে দেশে প্রথম জেন্ডার ভলনারবিলিটি টেস্ট করে একটি স্বেচ্ছাসেবী সংস্থা। তাতে দেশের তাবড় বড় রাজ্যগুলির অবস্থা প্রায় একই রকম। বিশেষ করে রাজধানী দিল্লিতে মহিলাদের নিরাপত্তার হাল একেবারে তলানিতে। নির্ভয়া কাণ্ডের পরও হাল ফেরেনি সেখানে।
প্ল্যান ইন্ডিয়া নামে ওই সংস্থার সমীক্ষা বলছে, নারী সুরক্ষায় সবার উপরে রয়েছে গোয়া।  গোয়া সর্বাধিক ০.৬৪৯ পয়েন্ট পেয়েছে। গোয়ার পরই রয়েছে কেরল (০.৬২৫), মিজোরাম (০.৬২০), সিকিম (০.৬০৪), মণিপুর (০.৬০৩)। প্রথম কুড়ির মধ্যে কোনওমতে স্থান পেয়েছে পশ্চিমবঙ্গ। ০.৫১২ স্কোর নিয়ে জিভিআই-র তালিকায় ১৯তম স্থান পেয়েছে পশ্চিমবঙ্গ।যেখানে দেশের গড় ০.৫৩১৪। 

এই তালিকায় সবার নীচে বিহার। প্ল্যান ইন্ডিয়ার রিপোর্ট অনুযায়ী, বিহারে মহিলাদের অবস্থা সবচেয়ে খারাপ। শুধু নারী ও শিশু নিরাপত্তাই নয়, শিক্ষার দিক থেকেও অনেকটাই পিছিয়ে রয়েছে নীতীশের রাজ্য।

আরও পড়ুন: জেলে 'রানির হালে' হানিপ্রীত !

.