`ভারত রত্ন`-এর যোগ্য রাজাপক্ষে : স্বামী
শ্রীলঙ্কার প্রেসিডেন্টকে ভারতরত্ন দেওয়ার পক্ষে সওয়াল করে বিতর্কে জড়ালেন জনতা পার্টি সভাপতি সুব্রহ্মম স্বামী। জনতা পার্টি সভাপতির বক্তব্য, লিবারেশন টাইগারস অফ তামিল ইলম (এলটিটিই)-কে সম্পূর্ণ শেষ করে দেওয়ার জন্য মহেন্দ্র রাজাপক্ষেকে ভারত রত্ন দেওয়া উচিত।
শ্রীলঙ্কার প্রেসিডেন্টকে ভারতরত্ন দেওয়ার পক্ষে সওয়াল করে বিতর্কে জড়ালেন জনতা পার্টি সভাপতি সুব্রহ্মণ্যম স্বামী। জনতা পার্টি সভাপতির বক্তব্য, লিবারেশন টাইগারস অফ তামিল ইলম (এলটিটিই)-কে সম্পূর্ণ শেষ করে দেওয়ার জন্য মহেন্দ্র রাজাপক্ষেকে ভারত রত্ন দেওয়া উচিত।
একটি সংবাদপত্রকে দেওয়া সাক্ষাত্কারে স্বামী বলেন, ``ভারত বিরোধী অবস্থান ছিল এলটিটিই-র। সেই এলটিটিই-কে নির্মূল করে দিয়েছেন রাজাপক্ষে। তাই ভারতের সর্বোচ্চ সম্মান পাওয়ার যোগ্য তিনি।`` শুধু তাই নয়, রাজাপক্ষেকে একজন `দৃঢ়চেতা ও বিচক্ষণ` নেতা বলেও ব্যাখা করেন সজনতা পার্টি সভাপতি।
এখনও পর্যন্ত দুই বিদেশিকেই ভারত রত্ন দেওয়া হয়েছে। ১৯৮৭ সালে ভারত রত্ন দেওয়া হয় খান আবদুল গফ্ফর খানকে ও ১৯৯০-এ দেওয়া হয় নেলসন ম্যান্ডেলাকে।