`ভারত রত্ন`-এর যোগ্য রাজাপক্ষে : স্বামী

শ্রীলঙ্কার প্রেসিডেন্টকে ভারতরত্ন দেওয়ার পক্ষে সওয়াল করে বিতর্কে জড়ালেন জনতা পার্টি সভাপতি সুব্রহ্মম স্বামী। জনতা পার্টি সভাপতির বক্তব্য, লিবারেশন টাইগারস অফ তামিল ইলম (এলটিটিই)-কে সম্পূর্ণ শেষ করে দেওয়ার জন্য মহেন্দ্র রাজাপক্ষেকে ভারত রত্ন দেওয়া উচিত।

Updated By: Feb 11, 2012, 05:04 PM IST

শ্রীলঙ্কার প্রেসিডেন্টকে ভারতরত্ন দেওয়ার পক্ষে সওয়াল করে বিতর্কে জড়ালেন জনতা পার্টি সভাপতি সুব্রহ্মণ্যম স্বামী। জনতা পার্টি সভাপতির বক্তব্য, লিবারেশন টাইগারস অফ তামিল ইলম (এলটিটিই)-কে সম্পূর্ণ শেষ করে দেওয়ার জন্য মহেন্দ্র রাজাপক্ষেকে ভারত রত্ন দেওয়া উচিত।
একটি সংবাদপত্রকে দেওয়া সাক্ষাত্‍কারে স্বামী বলেন, ``ভারত বিরোধী অবস্থান ছিল এলটিটিই-র। সেই এলটিটিই-কে নির্মূল করে দিয়েছেন রাজাপক্ষে। তাই ভারতের সর্বোচ্চ সম্মান পাওয়ার যোগ্য তিনি।`` শুধু তাই নয়, রাজাপক্ষেকে একজন `দৃঢ়চেতা ও বিচক্ষণ` নেতা বলেও ব্যাখা করেন সজনতা পার্টি সভাপতি।
এখনও পর্যন্ত দুই বিদেশিকেই ভারত রত্ন দেওয়া হয়েছে। ১৯৮৭ সালে ভারত রত্ন দেওয়া হয় খান আবদুল গফ্ফর খানকে ও ১৯৯০-এ দেওয়া হয় নেলসন ম্যান্ডেলাকে।

.