ভারতীয় টাকায় স্থান দেওয়া হোক স্বামী বিবেকানন্দকে, মত এক শিক্ষাবিদের
ভারতীয় টাকায় মহাত্মা গান্ধীর সঙ্গে স্থান দেওয়া হোক স্বামী বিবেকানন্দ ও আম্বেদকরকেও। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে এমনই প্রস্তাব পাঠালেন এক শিক্ষাবিদ।
ওয়েব ডেস্ক: ভারতীয় টাকায় মহাত্মা গান্ধীর সঙ্গে স্থান দেওয়া হোক স্বামী বিবেকানন্দ ও আম্বেদকরকেও। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে এমনই প্রস্তাব পাঠালেন এক শিক্ষাবিদ। ১৯৯৬ সাল থেকে ভারতীয় টাকায় শুধুমাত্র জাতির জনকের ছবির ব্যবহার হয়। প্রধানমন্ত্রীর কাছে সেই বিধি পরিবর্তনের প্রস্তাব দিয়েছেন যোজনা কমিশনের প্রাক্তন সদস্য নরেন্দ্র যাদব। বিআর অম্বেদকরের একশো পঁচিশতম জন্মজয়ন্তি উদযাপনে ছয় সদস্যের কমিটি গড়েছে কেন্দ্র। সেই কমিটির অন্যতম সদস্য নরেন্দ্র যাদব। নরেন্দ্র জানিয়েছেন কমিটির প্রথম বৈঠকেই নোটের ছবির নিয়ম বদলানোর প্রস্তাব প্রধানমন্ত্রীর কাছে রেখেছেন তিনি। আমেরিকা, ব্রিটেনের মতো দেশের নোটে একাধিক ব্যক্তিত্বের ছবি ব্যবহার করা হয়। ভারতও সেই পথ অনুসরণ করুক।