আনুষ্ঠানিকভাবে সেনাপ্রধানের দায়িত্ব গ্রহণ করলেন জেনারেল বিপিন রাওয়াত
আনুষ্ঠানিকভাবে সেনাপ্রধানের দায়িত্ব গ্রহণ করলেন জেনারেল বিপিন রাওয়াত। বিদায়ী সেনাপ্রধান, জেনারেল দলবীর সিংহ সুহাগের কাছ থেকে দায়িত্ব বুঝে নিলেন তিনি। তার আগে আনুষ্ঠানিক গার্ড অফ অনার নেন বিদায়ী সেনাপ্রধান। তারপর সংবাদমাধ্যমের মুখোমুখি হন। নিজের আড়াই বছরের সময়কালে একবারও সাংবাদিক বৈঠক করেননি জেনারেল সুহাগ। আজ শেষ দিনে জানালেন, গত আড়াই বছরে বাহিনীর ভূমিকা নিয়ে তিনি সন্তুষ্ট।
ওয়েব ডেস্ক: আনুষ্ঠানিকভাবে সেনাপ্রধানের দায়িত্ব গ্রহণ করলেন জেনারেল বিপিন রাওয়াত। বিদায়ী সেনাপ্রধান, জেনারেল দলবীর সিংহ সুহাগের কাছ থেকে দায়িত্ব বুঝে নিলেন তিনি। তার আগে আনুষ্ঠানিক গার্ড অফ অনার নেন বিদায়ী সেনাপ্রধান। তারপর সংবাদমাধ্যমের মুখোমুখি হন। নিজের আড়াই বছরের সময়কালে একবারও সাংবাদিক বৈঠক করেননি জেনারেল সুহাগ। আজ শেষ দিনে জানালেন, গত আড়াই বছরে বাহিনীর ভূমিকা নিয়ে তিনি সন্তুষ্ট।
আরও পড়ুন যুবরাজ এবং রায়না খেলবেন ডি ওয়াই পাতিল টি২০ প্রতিযোগিতায়
অন্যদিকে, জয়ললিতার শূন্যস্থান পূরণ করলেন শশীকলা। সকালে ADMK প্রতিষ্ঠাতা, MG রামচন্দ্রণের মুর্তিকে মালা দিয়ে শ্রদ্ধাজ্ঞাপন করেন। তারপর জয়ললিতার দফতরে গিয়ে আনুষ্ঠানিকভাবে দলের নেতৃত্ব গ্রহণ করেন। জয়ললিতার মধ্যে MGR-এর ছায়া দেখেছেন ADMK কর্মী সমর্থকরা। তেমনই শশীকলার মধ্যে জয়ললিতার ছায়া দেখবেন তাঁরা। শশীকলার নেতৃত্ব গ্রহণ নিয়ে বলেছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী পনিরসেলভম।
আরও পড়ুন নতুন বছরে শরীরের প্রতি আরও যত্ন নেওয়ার শপথ নিলেন প্রিয়াঙ্কা চোপড়া