নোটকাণ্ডে ফের আক্রমণাত্মক মমতা

নোটকাণ্ডে ফের আক্রমণাত্মক মমতা বন্দ্যোপাধ্যায়। টার্গেট সরাসরি নরেন্দ্র মোদী। আক্রমণের ভাষা আরও তীব্র, আরও কড়া। আমজনতার অর্থনৈতিক অধিকার কেড়ে নিচ্ছে এই সরকার, টুইট মুখ্যমন্ত্রীর। তিনি লিখেছেন, মোদী বাবু, সাধারণ মানুষ আপনার সরকারের ভিখারি নয়। কেন এখনও টাকা তোলার ওপর এত নিষেধেজ্ঞার বেড়ি?

Updated By: Dec 31, 2016, 04:40 PM IST
নোটকাণ্ডে ফের আক্রমণাত্মক মমতা

ওয়েব ডেস্ক: নোটকাণ্ডে ফের আক্রমণাত্মক মমতা বন্দ্যোপাধ্যায়। টার্গেট সরাসরি নরেন্দ্র মোদী। আক্রমণের ভাষা আরও তীব্র, আরও কড়া। আমজনতার অর্থনৈতিক অধিকার কেড়ে নিচ্ছে এই সরকার, টুইট মুখ্যমন্ত্রীর। তিনি লিখেছেন, মোদী বাবু, সাধারণ মানুষ আপনার সরকারের ভিখারি নয়। কেন এখনও টাকা তোলার ওপর এত নিষেধেজ্ঞার বেড়ি?

আরও পড়ুন- বয়ানে অসঙ্গতি, ৪ ঘণ্টা টানা জেরার পর রোজভ্যালি কাণ্ডে গ্রেফতার তাপস পাল

পঞ্চাশ দিন ইতিমধ্যে পেরিয়ে গিয়েছে। নিজেদের কষ্টার্জিত টাকা তুলতে মানুষকে কেন এত দুর্ভোগ পোহাতে হবে? কেন নিজেরই রোজগার করা টাকা, তোলার অধিকার তাঁদের থাকবে না? প্রশ্ন মুখ্যমন্ত্রীর। তাঁর বক্তব্য, সরকার ক্ষমতাবান। কিন্তু তা বলে মানুষের অর্থনৈতিক অধিকার কেড়ে নেওয়ার ক্ষমতা কারোর নেই।

আরও পড়ুন- চিটফান্ডের দ্বিতীয় দফায় মমতার স্টান্স বদল

.