অপরিবর্তিত রেপো রেট, জিডিপির অধোগতি রুখতে ঋণই ভরসা শক্তির

এদিন রিজার্ভ ব্যাঙ্ক জানায়, চলতি অর্থবর্ষের প্রথম ৬ মাসে জিডিপি বৃদ্ধির গ্রাফ নিম্নমুখী থাকবে বলেই মনে করা হচ্ছে। শুধু প্রথম অর্ধেই নয়, করোনা পরিস্থিতির প্রভাব থাকবে সারাবছরই।

Updated By: Aug 6, 2020, 02:02 PM IST
অপরিবর্তিত রেপো রেট, জিডিপির অধোগতি রুখতে ঋণই ভরসা শক্তির
ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন : লকডাউন ওঠায় আবার চাঙ্গা হচ্ছিল অর্থনীতি। কিন্তু, নতুন করে আবারও সংক্রমণ বৃদ্ধিতে লকডাউনের ফলে ব্যাহত হয়েছে সেই ধারা। তাই লকডাউনের সময়কালীন পরিকল্পনাতে আপাতত খুব বেশি বদল করা হচ্ছে না। বৃহস্পতিবার বাই-মান্থলি (দু'মাসে একবার) ঋণনীতি কমিশনের বৈঠকের পর এমনটাই জানালেন রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাশ।

বর্তমানে দেশ তথা বিশ্বের অর্থনীতির সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত করোনাভাইরাস পরিস্থিতি। বৃহস্পতিবারের আলোচনার শুরুতে সেই দিকটিই তুলে ধরলেন শক্তিকান্ত। তিনি বললেন, করোনা কিছুটা নিয়ন্ত্রণে থাকায় অর্থনীতি চাঙ্গা করতে আনলক করা হয়েছিল। কিন্তু লকডাউন লঘু করার প্রক্রিয়াতেই আবারও লাফিয়ে লাফিয়ে বাড়ল সংক্রমণ। ফলে আবারও দেশের বহু স্থানে সম্পূর্ণ ও আংশিক লকডাউন। আর তার জেরে আবারও আগের পরিস্থিতিতে দেশের অর্থনীতি। 

এদিন রিজার্ভ ব্যাঙ্ক জানায়, চলতি অর্থবর্ষের প্রথমার্ধে জিডিপি বৃদ্ধির গ্রাফ নিম্নমুখী থাকবে বলেই মনে করা হচ্ছে। শুধু প্রথম অর্ধেই নয়, করোনা পরিস্থিতির প্রভাব থাকবে সারাবছরই। তাই গোটা ২০২০-২১ অর্থবর্ষতেই দেশের জিডিপি বৃদ্ধির হার নেগেটিভ হবে বলেই মনে করছে আরবিআই। 

ব্যাঙ্কিংয়ের ক্ষেত্রে বিশেষ কিছু পরিবর্তন আনা হচ্ছে না বলে জানিয়েছেন গভর্নর। আগের মতোই ৪ শতাংশ রেপো রেট রাখা হচ্ছে বলে জানিয়েছেন তিনি। মনেটারি পলিসি কমিটির ৬ সদস্যদের ভোটদানেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি। অন্যদিকে রিভার্স রেপো রেট রাখা হচ্ছে ৩.৩৫ শতাংশ।

 

করোনা পরিস্থিতিতে ক্ষুদ্র ও মাঝারি শিল্পকে সহজে ঋণ প্রদানের বিষয়ে ঘোষণা করেছিলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এদিনের ঘোষণাতেও সেই নীতিতে অনড় থাকছে রিজার্ভ ব্যাঙ্ক। রেপো রেট কম হওয়ায় ব্যাঙ্কগুলিতে কম সুদের হারে ঋণ প্রদানের সুযোগ করে দেওয়া হচ্ছে। গত এক দশকে বাজারে এটাই নুন্যতম সুদের হার, জানালেন শক্তিকান্ত।  

বাজারে লিকুইডিটি বজায় রাখতে রেপো রেটের ভিত্তিতে প্রায় ১০ হাজার কোটি টাকা ন্যাশানাল এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ব্যাঙ্ক এবং ন্যাশানাল হাউজিং ব্যাঙ্ককে দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। এর ফলে বাজারে অর্থের তারল্য থাকবে এবং ঋণ প্রদানে সহায়তা হবে। প্রদত্ত ঋণের ইএমআই নিয়ে সংশ্লিষ্ট ব্যাঙ্ক নমনীয় সিদ্ধান্ত নিতে পারে বলে জানানো হয়েছে।

লকডাউনের পর থেকে এখনও খুব বেশি বদলায়নি বাজারের পরিস্থিতি। এই দিকটি মাথায় রেখে, আপাতত ঋণনীতিতে খুব বেশি পরিবর্তন আনছে না রিজার্ভ ব্যাঙ্ক। করোনা পরিস্থিতি সামাল দিতে যা করণীয়, তা করা হচ্ছে বলে জানিয়েছেন শক্তিকান্ত। 

শুধু তাই নয়, করোনা পরিস্থিতিতেও যাতে তাঁদের কাজ বন্ধ না হয়, তারও ব্যবস্থা করা হয়েছে বলে এদিন জানান আরবিআই গভর্নর। তিনি বলেন, "বিশ্বের মধ্যে একমাত্র ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কই এমন কেন্দ্রীয় ব্যাঙ্ক, যারা আলাদা কোয়ারেন্টাইন সেন্টার তৈরি রেখেছে আপদকালীন পরিস্থিতিতেও কাজ করার কথা মাথায় রেখে।"
আরও পড়ুন : এবার মসজিদের শিলান্যাসে যাবেন? প্রশ্ন শুনেই রুক্ষ জবাব দিলেন যোগী আদিত্যনাথ

.