দেশকে রক্ষা করছেন যাঁরা, তাঁদের জন্য ঝাঁপিয়ে পড়লেন গম্ভীর, কিভাবে জানেন..
ওয়েব ডেস্ক: শুধু ২২ গজ নয়, মাঠের বাইরেও ফর্মে থাকতে বেশ পছন্দ করেন গৌতম গম্ভীর। আর তাই তো এবার জম্মু কাশ্মীরে শহিদ পুলিস কর্মীর মেয়ের পড়াশোনার দায়িত্ব নিলেন তিনি।
সোমবার অনন্তনাগে সেনা জঙ্গি গুলির লড়াইয়ে শহিদ হন জম্মু কাশ্মীর পুলিসের এএসআই আবদুল রশিদ। ওই পুলিশ আধিকারিকের মৃত্যুর পর তাঁর মেয়ের পড়াশোনার দায়িত্ব গৌতম গম্ভীর নিচ্ছেন বলে জানা গিয়েছে। রশিদের মেয়ে জোহরাকে উদ্দেশ্য করে গম্ভীর জানান, তিনি জোহরাকে গান গেয়ে ঘুম পাড়াতে পারবেন, এমন নয়। কিন্তু, জোহরা যাতে প্রতিদিন সকালে নতুন নতুন স্বপ্ন নিয়ে জেগে উঠতে পারে, সেই ব্যবস্থা করতে চান বলে মন্তব্য করেন গম্ভীর। সারা জীবনের জন্য জোহরার পড়াশোনার দায়িত্ব নিচ্ছেন বলেও জানিয়েছেন গম্ভীর।
সোমবার সকাল থেকেই অনন্তনাগে সেনাবাহিনি এবং পুলিশের সঙ্গে গোলাগুলি শুরু হয় জঙ্গিদের। আর সেখানেই জঙ্গিদের গুলিতে ঘটনাস্থলেই নিহত হন আবদুল রশিদ নামে ওই পুলিশ কর্মী।
Zohra,plz don't let those tears fall as i doubt even Mother Earth can take d weight of ur pain. Salutes to ur martyred dad ASI,Abdul Rashid. pic.twitter.com/rHTIH1XbLS
— Gautam Gambhir (@GautamGambhir) September 5, 2017
Zohra,I can't put u 2 sleep wid a lullaby but I'll help u 2 wake up 2 live ur dreams. Will support ur education 4 lifetime #daughterofIndia pic.twitter.com/XKINUKLD6x
— Gautam Gambhir (@GautamGambhir) September 5, 2017