গৌরী লঙ্কেশ হত্যাকাণ্ডে সন্দেহভাজনদের স্কেচ প্রকাশ করল পুলিস
ওয়েব ডেস্ক: গৌরী লঙ্কেশ হত্যাকাণ্ডে সন্দেহভাজনদের স্কেচ প্রকাশ করল কর্ণাটক পুলিসের বিশেষ তদন্তকারী দল। গতমাসে বেঙ্গালুরুতে নিজের বাড়ির সামনে খুন হন সাংবাদিক গৌরী লঙ্কেশ।
গৌরীকে খুন করার আগে রেকি করেছিল এক আততায়ী। তার স্কেচও প্রকাশ করেছে পুলিস। পাশাপাশি রেকির ভিডিও প্রকাশ করা হয়েছে। সিটের প্রধান বি কে সিং বলেন,"এই ঘটনায় দুজন সন্দেহভাজন রয়েছে। প্রত্যক্ষদর্শীদের বয়ানের ভিত্তিতে দুজন শিল্পী পৃথকভাবে স্কেচ এঁকেছেন। দুজনের স্কেচের মধ্যে মিল রয়েছে।" এরইসঙ্গে সাধারণ মানুষের কাছ থেকে সহযোগিতা চেয়েছেন তিনি। তাঁর কথায়, ''২০০ থেকে ২৫০ জনের কাছ থেকে তথ্য নিয়ে আমরা স্কেচ করেছি। সন্দেহভাজনদের খোঁজ পেতে আমরা স্কেচ প্রকাশ করছি।"
#WATCH CCTV footage of one of the suspects in #GauriLankesh case. Police say, he was conducting recce before the murder. pic.twitter.com/6jfNJjMO5e
— ANI (@ANI) October 14, 2017
We have investigated 200-250 people in connection with the case: Police SIT #GauriLankesh pic.twitter.com/In2zvh4Mgv
— ANI (@ANI) October 14, 2017
Based on info we made sketches, we want cooperation from ppl so releasing sketches of the suspects: Police SIT on #GauriLankesh pic.twitter.com/GwOuT8L565
— ANI (@ANI) October 14, 2017
লঙ্কেশ হত্যাকাণ্ডের পিছনে কোনও সংগঠন বা দলের হাত আছে কিনা, তা নিয়ে কিছু বলতে চাননি বিকে সিং। তাঁর কথায়,"তিলক বা কানের দুল দেখে আততায়ীদের পরিচয় জানা উচিত নয়। বিভ্রান্ত করতে তারা এটা করতে পারে।" গৌরী লঙ্কেশ হত্যাকাণ্ডে কাঠগড়ায় তোলা হয়েছিল সনাতন সংস্থা নামে একটি হিন্দুত্ববাদী সংগঠনকে। তবে সিট প্রধান সাফ জানিয়েছেন, এটা সংবাদ মাধ্যমের খবর। পুলিসের কাছে এধরণের কোনও তথ্য নেই।
That info (Sanathan Sanstha) is only in the media, from our side there is no info of any org till now: BK Singh,Police SIT #GauriLankesh pic.twitter.com/G3TzvdN1Sn
— ANI (@ANI) October 14, 2017
আরও পড়ুন,