কর্ণাটকের উপ-মুখ্যমন্ত্রী পদে জি পরমেশ্বর
কর্ণাটকের উপ-মুখ্যমন্ত্রী হচ্ছেন জি পরমেশ্বর, এই মুহূর্তে জানালেন দেবগৌড়া পুত্র এইচ ডি কুমারস্বামী। কংগ্রেসের টিকিটে জয়ী হয়েছেন পরমেশ্বর।
নিজস্ব প্রতিবেদন: কর্ণাটকের উপ-মুখ্যমন্ত্রী হচ্ছেন জি পরমেশ্বর, জানালেন দেবগৌড়া পুত্র এইচ ডি কুমারস্বামী। বর্তমানে কর্ণাটক প্রদেশ কংগ্রেস সভাপতির দায়িত্বে রয়েছেন পরমেশ্বর। সংবাদ সংস্থা এএনআই-এর খবর অনুযায়ী, বুধবার উপ-মুখ্যমন্ত্রী হতে চলেছেন জি পরমেশ্বর।
Congress's G Parameshwara to take oath as the #Karnataka Deputy CM tomorrow pic.twitter.com/1srzAqa4xi
— ANI (@ANI) May 22, 2018
Congress's KR Ramesh Kumar to be the Speaker of the #Karnataka's Vidhana Soudha. pic.twitter.com/LV2q8xH15P
— ANI (@ANI) May 22, 2018
Congress-JDS leaders met and discussed about the cabinet formation, out of 34 ministries, 22 ministries will go with Congress Party and 12 ministries, including CM will be with be with JDS. Portfolio allocation to be decided after floor test: KC Venugopal, Congress #Karnataka pic.twitter.com/SEY9wej2n0
— ANI (@ANI) May 22, 2018
কংগ্রেস নেতা কেসি বেণুগোপাল এদিন জানান, ৩৪ সদস্যের ক্যাবিনেটে কংগ্রেস থেকে ২২ জন মন্ত্রী হবেন। মুখ্যমন্ত্রী-সহ বাকি ১২টি মন্ত্রক পাবে জেডিএস। অন্যদিকে, কর্ণাটক বিধানসৌধের অধ্যক্ষ হিসাবে চূড়ান্ত হয়েছে কংগ্রেসের কেআর রমেশ কুমারের নাম। আস্থা ভোটের পরই মন্ত্রক বণ্টন হবে বলেও জানিয়েছেন বেণুগোপাল।
প্রসঙ্গত, মঙ্গলবার বিজেপিকে বার্তা দিতে কুমারস্বামীর শপথে দেখা যাবে বিরোধী ঐক্য। বুধবার বিকেলে দর্শকাসনে থাকবেন মমতা-রাহুল। থাকছেন অখিলেশ-মায়াবতী-ইয়েচুরি সহ বিভিন্ন অ-বিজেপি দলের নেতানেত্রীরা। ২০১৯-এর দিকে তাকিয়ে বেঙ্গালুরু থেকেই দিল্লি দখলের নীল নকশা তৈরির চেষ্টায় তাঁরা, এমনটাই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ। আরও পড়ুন- কর্ণাটকের মুখ্যমন্ত্রী পাকা, কিন্তু মন্ত্রিসভায় কার কতটা দখল?