এবার বিমানের টিকিট বাতিল করলে মিলবে বর্ধিত টাকা

বিমান টিকিট বাতিলের ক্ষেত্রে ক্যানসেলেশন ফি-র ঊর্ধ্বসীমা বেঁধে দিল অসামরিক বিমান চলাচল মন্ত্রক। আগামী ১ অগাস্ট থেকে চালু হতে চলেছে এই নিয়ম।

Updated By: Jul 14, 2016, 05:15 PM IST
এবার বিমানের টিকিট বাতিল করলে মিলবে বর্ধিত টাকা

ওয়েব ডেস্ক : বিমান টিকিট বাতিলের ক্ষেত্রে ক্যানসেলেশন ফি-র ঊর্ধ্বসীমা বেঁধে দিল অসামরিক বিমান চলাচল মন্ত্রক। আগামী ১ অগাস্ট থেকে চালু হতে চলেছে এই নিয়ম।
একই সঙ্গে তাদের ঘোষণা, ওই অঙ্ক ফেরত দিতে আলাদা করে কোনও টাকা নিতে পারবে না বিমান সংস্থাগুলি। কোনও টিকিট বাতিল করতে খরচ কত পড়বে, তা জানাতে হবে স্পষ্টভাবে। আর কোনও পরিস্থিতিতেই তার পরিমাণ আসল ভাড়া ও ফুয়েল সারচার্জের থেকে বেশি হওয়া চলবে না।

আরও পড়ুন-এবার ট্রেনের ভাড়ায় চড়ুন প্লেনে, জানুন সব প্রয়োজনীয় তথ্য

শুধু টিকিট বাতিলের ক্ষেত্রে নয়, কেনার পরে যাত্রী সেটি ব্যবহার না-করলে কিংবা উড়ান না-ধরলেও ওই সমস্ত টাকা তাঁকে ফেরত দেওয়ার কথা বলা হয়েছে। যাঁরা পোর্টাল কিংবা ট্র্যাভেল এজেন্টের কাছ থেকে টিকিট কাটবেন, নতুন নিয়মে তাঁদের টাকা ফেরানোর দায়িত্বও বর্তাবে সংশ্লিষ্ট বিমান পরিবহণ সংস্থার উপর।

.