ষাট ফুট উঁচু ট্যাঙ্কে উঠল ষাঁড়, এল পুলিস, নামল সেনা

'গল্পের গরু গাছে ওঠে'। শিরোনামে থাকা ষাঁড় লাফিয়ে লাফিয়ে উঠল ষাট ফুট উচ্চতায় থাকা জলের ট্যাঙ্কে। জল খেতে অবশ্যই নয়! আর সেই ছবি ছড়িয়ে পড়তেই ষাট ফুট উচু ট্যাঙ্কে ওঠা ষাঁড়কে নিয়ে শোরগোল। 

Updated By: Jul 14, 2016, 03:03 PM IST
ষাট ফুট উঁচু ট্যাঙ্কে উঠল ষাঁড়, এল পুলিস, নামল সেনা

ওয়েব ডেস্ক: 'গল্পের গরু গাছে ওঠে'। শিরোনামে থাকা ষাঁড় লাফিয়ে লাফিয়ে উঠল ষাট ফুট উচ্চতায় থাকা জলের ট্যাঙ্কে। জল খেতে অবশ্যই নয়! আর সেই ছবি ছড়িয়ে পড়তেই ষাট ফুট উচু ট্যাঙ্কে ওঠা ষাঁড়কে নিয়ে শোরগোল। 

উচ্চতাটা ষাট ফুট। সেই উচ্চতায় কীভাবেন উঠল ষাঁড়? কিছুতেই কোনও অঙ্ক, কোনও বিজ্ঞান মেলাতে পারছেন না কেউই। কীভাবে নামিয়ে আনা হবে ওই ষাঁড়কে? কোনও উপায় না পেয়ে শেষে পুলিস ও আর্মি যৌথ অভিযান চালিয়ে নামিয়ে নিয়ে আসে ষাঁড়টিকে। প্রথমে ক্রেনে করে ষাঁড়টিকে নামিয়ে নিয়ে আনার কথা ভাবা হলেও পরে ওপর থেকে হাটিয়ে হাটিয়ে সিঁড়ি দিয়ে নামিয়ে আনা হয় ষাঁড়টিকে, সময় লাগে ৮ ঘণ্টা। 

ঘটনাটি ঘটেছে রাজস্থানের চুরু জেলায়। 

.