পাকিস্তানে দাউদের ৯টা বাড়ি, প্রতিবেশী বিলওয়াল ভুট্টোর, প্রমাণ হাতে এল গোয়েন্দাদের কাছে
পাকিস্তানের রয়েছে ভারতের মোস্ট ওয়ান্টেড সন্ত্রাসবাদী দাউদ ইব্রাহিম। পাকিস্তানে দাউদ ইব্রাহিমের ৯টা বাড়ি আছে। তার মধ্যে একটা আবার বেনজির ভুট্টো-আসিফ আলি জারদারির ছেলে বিলওয়াল ভুট্টোর বাড়ির পাশে। ভারতীয় গোয়েন্দাদের হাতে এমন প্রমাণ এসেছে বলে খবর প্রকাশিত হল এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে।
ওয়েব ডেস্ক: পাকিস্তানের রয়েছে ভারতের মোস্ট ওয়ান্টেড সন্ত্রাসবাদী দাউদ ইব্রাহিম। পাকিস্তানে দাউদ ইব্রাহিমের ৯টা বাড়ি আছে। তার মধ্যে একটা আবার বেনজির ভুট্টো-আসিফ আলি জারদারির ছেলে বিলওয়াল ভুট্টোর বাড়ির পাশে। ভারতীয় গোয়েন্দাদের হাতে এমন প্রমাণ এসেছে বলে খবর প্রকাশিত হল এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে।
করাচিতে দাউদের স্ত্রী-র টেলিফোন বিল, দাউদের পাসপোর্ট সংক্রান্ত নথিও ভারতীয় গোয়েন্দাদের কাছে এসেছে বলে খবর। নতুন যে বাড়িটি দাউদ কিনেছে সেটা করাচির সিরেন জিন্না কলোনি, জিয়াউদ্দিন হাসপাতাল, ক্লিফটোনের পাশে।
পাকিস্তানে নিজের বাসস্থান ঘন ঘন পরিবর্তন করে দাউদ। প্রচুর সম্পত্তির মালিক দাউদ পাকিস্তানের এজেন্সির সুরক্ষাবলয়ের মধ্যে থাকে। দাউদের তিনটে পাকিস্তানি পাসপোর্ট আছে-একটা রাওয়ালপিন্ডি থেকে ইস্যু করা (No.G-866537), দ্বিতীয়টি করচি থেকে (No. C-267185) তৃতীয়টিও করাচি থেকে (No. J-588518)। দাউদের স্ত্রী মেহেজবিনের পাকিস্তানি পাসপোর্ট আছে (No. J-589103)। দাউদের ছেলের পাসপোর্ট নম্বর J-588518।
দাউদের মেয়ে মেহরুক পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার জাভেদ মিয়াঁদাদের ছেলে জুনেইদকে বিয়ে করেছে।