জয়শঙ্কর-সহ ব্রিটেনে নিভৃতবাসে জি-৭ বৈঠকের প্রতিনিধিদল
আপাতত ভার্চুয়াল প্ল্যাটফর্মেই বৈঠকের কাজকর্ম সম্পন্ন হবে।
নিজস্ব প্রতিবেদন: এবার জি-৭ বৈঠকেও করোনার ছায়া। জি-৭ বৈঠকে যোগ দিতে ৪ দিনের সফরে লন্ডনে পৌঁছেছেন বিদেশমন্ত্রী জয়শঙ্কর এবং তাঁর দল। বৈঠকে যোগ দেওয়ার আগে নিয়মমাফিক করোনা পরীক্ষা হয়েছিল বিদেশমন্ত্রী-সহ ভারতীয় প্রতিনিধি দলের। তখনই ধরা পড়ে দলের দুই সদস্যের করোনা সংক্রমণের ঘটনা।
ফলে ব্রিটেনে গিয়ে গৃহবন্দি হতে হল ভারতের বিদেশমন্ত্রী (Foreign minister S Jaishanker) এবং তাঁর প্রতিনিধি দলকে। জি-৭ এর সদস্য দেশগুলির বৈঠকে (G7 Foreign and Development Ministers' meeting) যোগ দিতে সোমবার লন্ডনে (UK)গিয়েছিলেন তাঁরা। দলের দুই প্রতিনিধির করোনা সংক্রমণ ধরা পড়ায় (tested positive for COVID-19) গোটা দলটিকেই নিভৃতবাসে যেতে হয়েছে।
আরও পড়ুন: শপথের পর 'নরেন্দ্র মোদীজি'-কে ধন্যবাদ জানিয়ে সৌজন্য রক্ষা Mamata-র
প্রসঙ্গত, এই জি-৭ দলে আছে কানাডা (Canada), ফ্রান্স (France), জার্মানি (Germany), ইটালি (Italy), জাপান (Japan), আমেরিকা (US) এবং ব্রিটেন (UK)। বুধবার ভারতকে ছাড়াই জি-৭ এর বৈঠক বসে। তবে এর আগে টুইট করে গোটা বিষয়টি জানান বিদেশমন্ত্রী সুব্রহ্মণ্যম জয়শঙ্কর। টুইটারে তিনি লেখেন, তিনি নিজে করোনা নেগেটিভ হলেও সতর্কতামূলক পদক্ষেপ হিসেবেই জি-৭-এর বৈঠকগুলিতে থাকছেন না।
আপাতত ব্রিটেন সফরে তাঁর কাজগুলি ভার্চুয়াল প্ল্যাটফর্মেই সম্পন্ন করবেন বলেও জানান তিনি।
আরও পড়ুন: কোভিড মোকাবিলায় RBI দিচ্ছে ৫০,০০০ কোটি টাকা!