স্বামী মত্ত 'বউ বদল' খেলায়! রাজি না হওয়ায় ভয়ংকর মারধর স্ত্রীকে

ওই মহিলা জানিয়েছেন, ‘অমর (স্বামী) তাঁকে হোটেলের ঘরে আটকে রেখে ফোন ছিনিয়ে নেন। বিকানেরে দুই দিন থাকার পর, অমর একটি অসহ্য হয়ে গিয়েছিল। মদ খাওয়া, বিভিন্ন মাদকদ্রব্য নেওয়া, বিভিন্ন মেয়ের সঙ্গে শারীরিক সম্পর্ক রাখা এবং এমনকি ছেলেদের সঙ্গে যৌনসম্পর্ক করাও তার জন্য স্বাভাবিক ছিল।'

Updated By: Oct 17, 2022, 03:54 PM IST
স্বামী মত্ত 'বউ বদল' খেলায়! রাজি না হওয়ায় ভয়ংকর মারধর স্ত্রীকে
প্রতীকী ছবি

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আপনার নাড়িয়ে দেওয়ার মতো ঘটনা। এ কারণেও লঞ্ছনা-গঞ্জনার শিকার হওয়া যায় তা এই ঘটনা না ঘটলে বোধহয় অনেকেই বিশ্বাস করতেন না। স্বামীর শখ বউ বদল করবেন। আর তাতেই রাজি হননি স্ত্রী। ফলে জুটল ভয়ঙ্কর মারধর। ঘটনাটি ঘটেছে রাজস্থানের বিকানের শহরের এক হোটেল রুমে। পরবর্তীতে ভোপালে মামলা দায়ের করা হয়। 

আরও রড়ুন, Mumbai: পিওনের লালসার চোখ গর্ভবতী যুবতীর দিকে, স্বামীর ছুরিতে বদলা!

অভিযোগকারীর স্বামী বিকানেরের ৫ তারা হোটেলের ম্যানেজার ছিলেন। পুলিসের বক্তব্য অনুযায়ী, 'ওই মহিলা জানিয়েছেন, ‘অমর (স্বামী) তাঁকে হোটেলের ঘরে আটকে রেখে ফোন ছিনিয়ে নেন। বিকানেরে দুই দিন থাকার পর, অমর একটি অসহ্য হয়ে গিয়েছিল। মদ খাওয়া, বিভিন্ন মাদকদ্রব্য নেওয়া, বিভিন্ন মেয়ের সঙ্গে শারীরিক সম্পর্ক রাখা এবং এমনকি ছেলেদের সঙ্গে যৌনসম্পর্ক করাও তার জন্য স্বাভাবিক ছিল।' এমনকী একদনি তাঁকে  ওয়াইফ সোয়াপিং-এর অফার দেয়। জোর করতে থাকে এই বউ বদলের খেলায় মেতে ওঠার জন্য। অভিযোগকারী বলেন, ‘আমি যখন খেলার অংশ হতে অস্বীকার করি, তখন সে আমাকে মারধর করে। ‘অশিক্ষিত’ বলে ভৎর্সনা করে  এবং আমার সঙ্গে অস্বাভাবিক যৌনসম্পর্কে লিপ্ত হয়।'

অভিযোগকারী আরও বলেন, একারণে বিভিন্ন জায়গা ক্ষত-বিক্ষত হয় তার, তবে তাও খেলার অংশ হতে রাজি হননি স্ত্রী। পুলিস সূত্রে জানা গিয়েছে, তাঁর স্বামী ও শাশুড়ি দুজনেই ৫০ লক্ষ টাকা যৌতুকের দাবি করেছেন। তিনি আরও জানিয়েছেন যে তার শ্বশুরবাড়ির লোকেরা তার অভিযোগের প্রতি কর্ণপাত পর্যন্ত করেনি এবং বরং তাকে আধুনিক বলে কটাক্ষ করেছে। অভিযোগকারী বলেন, আহত হওয়ার পর তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে এবং তার পরেও কয়েক মাস ধরে নির্যাতন চলতে থাকে। পরে তার পরিবারের লোকজন বাড়িতে নিয়ে যান। মহিলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অঞ্জনা ধুরভ বলেন, অভিযুক্ত স্বামী ও তাঁর শাশুড়ির বিরুদ্ধে ৩৭৭, ৪৯৮এ, ৩২৩, ৫০৬, ৩৪, ৩/৪ ধারায় মামলা দায়ের করা হয়েছে। এই ঘটনায় তদন্তে নেমেছে পুলিস। 

আরও পড়ুন, Congress President Election: গান্ধী পরিবারের বাইরে এবার কংগ্রেস সভাপতি কে, আজ ভোটগ্রহণ

 (Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.