গুজরাটে লোকশিল্পীর সঙ্গীত সন্ধ্যায় ৪০ লাখ টাকার বৃষ্টি
ওয়েব ডেস্ক: বিমুদ্রাকরণের মরশুমে হঠাৎ যেন বজ্রপাত আর ঝম ঝমিয়ে বৃষ্টি! টাকার বৃষ্টি। সুরের ছন্দ আর টাকার বৃষ্টির ঝুম ঝুম শব্দ, গুজরাটের এক সঙ্গীত সন্ধ্যা কান নয় চোখ টানছে সবার। গোটা দেশ যেখানে হাহাকার করছে, টাকা নেই টাকা নেই, সেখানে প্রধামন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদীর রাজ্যে হঠাৎ টাকার বৃষ্টি।
Approximately Rs 40 Lakhs (in Rs 10 & Rs 20 notes) showered on folk singers in a musical event in Navsari, Gujarat pic.twitter.com/Z7xByQ1toL
— ANI (@ANI_news) December 26, 2016
গুজরাটের গুর্জর ক্ষত্রিয় কেদিয়া সমাজের উদ্যোগে আয়োজিত এক সঙ্গীত সন্ধ্যায় ১০ এবং ২০ টাকার নোটের বৃষ্টি দেখে হতবাক গোটা দেশ। ফরিদা মীর এবং মায়াবী আহিরের গানে মোহিত গুর্জররা টাকা বৃষ্টির অলীক স্বপ্নকে কার্যত বাস্তবায়িত করে দেখালেন। এক হাজার দুহাজার নয়, ৪০ লাখ টাকার বৃষ্টির এক 'ঐতিহাসিক' সঙ্গীত সন্ধ্যার বিরল নজির রাখল গুজরাট।