সীমান্তে অনুপ্রবেশের ছক বানচাল, নিকেশ ৫ পাক জঙ্গি

শনিবার ভোরে সীমান্ত পেরিয়ে ভারতে ঢোকার চেষ্টা করে জঙ্গিরা। তাদেরকে দেখেই রুখে দাঁড়ায় সেনা জওয়ানরা। এরপরই শুরু হয় গুলির লড়াই।

Updated By: May 26, 2018, 09:32 AM IST
সীমান্তে অনুপ্রবেশের ছক বানচাল, নিকেশ ৫ পাক জঙ্গি

নিজস্ব প্রতিবেদন : জম্মু ও কাশ্মীরে ফের জঙ্গি অনুপ্রবেশ রুখে দিল ভারতীয় সেনাবাহিনী। ভারত-পাকিস্তান সীমান্তের তাঙধারে সেনার সঙ্গে গুলির লড়াইয়ে এখনও পর্যন্ত ৫ জঙ্গির মৃত্যুর হয়েছে। গোটা এলাকা ঘিরে শুরু হয়েছে তল্লাশি।

এএনআই সূত্রে খবর, শনিবার ভোরে সীমান্ত পেরিয়ে ভারতে ঢোকার চেষ্টা করে জঙ্গিরা। তাদেরকে দেখেই রুখে দাঁড়ায় সেনা জওয়ানরা। এরপরই শুরু হয় গুলির লড়াই। শেষ খবর পাওয়া পর্যন্ত ৫ জঙ্গিকে নিকেশ করেছেন জওয়ানরা। তবে ঠিক কতজন জঙ্গি অনুপ্রবেশের চেষ্টা করেছিল তা এখনও স্পষ্ট নয় বলে সেনার তরফে জানানো হয়েছে।

আরও পড়ুন- স্বস্তি দিয়ে ঢুকল বর্ষা, জেনে নিন কবে শুরু হবে বৃষ্টি

সীমান্তে গত কয়েকদিন ধরে পাকিস্তানের পক্ষ থেকে অস্ত্র বিরতি চুক্তি লঙ্ঘণ করা হয়েছে। বারবার ভারতীয় সেনা ছাউনি লক্ষ্য করে পাক রেঞ্জার্সরা গুলিবর্ষণ করেই চলেছে। এই পরিস্থিতিতে এখন সীমান্তে বিশেষ নজরদারী চালাচ্ছে সেনাবাহিনী।

 

সূত্রের খবর, পাকিস্তানের জেলে বন্দিদের বিশেষ অস্ত্র প্রশিক্ষণ দিচ্ছে আইএসআই। সেই সঙ্গে সীমান্তে কীভাবে অনুপ্রবেশ করানো যায় তারও প্রশিক্ষণ দিচ্ছে আইএসআই।

.