পুড়ে যাওয়া ট্রেন কামরার 'ময়নাতদন্ত' করতে পুরীতে ফরেনসিক দল
একই দিনে পরপর চারটি ট্রেনে আগুন লাগার ঘটনার তদন্তের নির্দেশ দিল রেল। গতকাল পুরী স্টেশনে দাঁড়িয়ে থাকা তিনটি এক্সপ্রেস ট্রেনের চারটি কামরা আগুনে ক্ষতিগ্রস্থ হয়। ঘটনাস্থলে ফরেনসিক দল।
ওয়েব ডেস্ক: একই দিনে পরপর চারটি ট্রেনে আগুন লাগার ঘটনার তদন্তের নির্দেশ দিল রেল। গতকাল পুরী স্টেশনে দাঁড়িয়ে থাকা তিনটি এক্সপ্রেস ট্রেনের চারটি কামরা আগুনে ক্ষতিগ্রস্থ হয়। ঘটনাস্থলে ফরেনসিক দল।
একইদিনে খড়গপুর স্টেশনে দাঁড়িয়ে থাকা একটি লোকাল ট্রেনের খালি বগিতেও আগুন ধরে যায়। হতাহতের কোনও ঘটনা ঘটেনি। তবে পরপর চারটি অগ্নিকাণ্ডের জেরে ট্রেনের রক্ষণাবেক্ষণে চূড়ান্ত গাফিলতি আরও একবার প্রকাশ্যে এল। গতকাল দিল্লি থেকে পুরী পৌছনোর পরই ৪ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা নন্দনকানন এক্সপ্রেসের ১১ ও ১২ নম্বর কোচে আগুন লেগে যায়। এরপর আগুন লাগে ২ প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা তিরুপতি এক্সপ্রেসের কামরায়। কিছু পরেই আগুন লাগে পুরী-হাওড়া এক্সপ্রসে। পর পর ৩ টি ট্রেনে আগুন লাগায় পুরী স্টেশনে আতঙ্কে ছড়িয়ে পড়ে। এঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করেছে আরপিএফ। অগ্নিকাণ্ডের জেরে বেশ কিছুক্ষণ ট্রেন চলাচল ব্যাহত হয় ।