অগ্নিগর্ভ কাশ্মীরে আগুন

কাশ্মীরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহের নেতৃত্বে সর্বদলীয় বৈঠকের দিনেই আগুন লাগল সরকারি সেক্রেটারিয়েট বিল্ডিং-এ। এমনিতেই গত আটান্ন দিন ধরে অগ্নিগর্ভ গোটা উপত্যকা, আর তার মধ্যে আজ আক্ষরিক অর্থেই অগ্নিকাণ্ড হল।

Updated By: Sep 4, 2016, 07:21 PM IST
অগ্নিগর্ভ কাশ্মীরে আগুন
আগুনে পুড়ছে সোফিয়ানের মিনি সেক্রেটারিয়েট।

ওয়েব ডেস্ক: কাশ্মীরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহের নেতৃত্বে সর্বদলীয় বৈঠকের দিনেই আগুন লাগল সরকারি সেক্রেটারিয়েট বিল্ডিং-এ। এমনিতেই গত আটান্ন দিন ধরে অগ্নিগর্ভ গোটা উপত্যকা, আর তার মধ্যে আজ আক্ষরিক অর্থেই অগ্নিকাণ্ড হল।

আরও পড়ুন- কাশ্মীর নিয়ে আজ সর্বদল, সমাধানসূত্র মিলবে কি!

সর্বদল বৈঠকের আবহে আরও উত্তেজনার পারদ চড়ছিল। আর তার মধ্যেই দক্ষিণ কাশ্মীরের সোফিয়ান জেলায় 'উত্তেজনা সৃষ্টিকারী বিচ্ছিন্নতাকামী' গোষ্ঠীগুলি আগুন লাগিয়ে দিল জেলার মিনি সেক্রেটারিয়েট ভবনে। জানা গেছে, ওই ভবনেই ছিল জেলাশাসকের অফিস সহ আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ অফিস। সৌভাগ্য বশত আগুনে কোনও সরকারি কর্মীকে পুড়ে মরতে হয়নি। তবে সরকারি সম্পত্তির ক্ষয়ক্ষতির পরিমান বেশ বেশী। 

.