Modi জমানায় দেশে FDI বেড়েছে ৬৫%, জানালেন অর্থমন্ত্রী Nirmala Sitaraman

অন্যদিকে OECD রিপোর্টে জানা গেছে দেশের অর্থনীতি পুনরুদ্ধারের জন্য প্রায় ৩২টি দেশ আয়কর বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে।

Updated By: Mar 29, 2022, 06:02 PM IST
Modi জমানায় দেশে FDI বেড়েছে ৬৫%, জানালেন অর্থমন্ত্রী Nirmala Sitaraman

নিজস্ব প্রতিবেদন: মঙ্গলবার অর্থমন্ত্রী নির্মলা সীতারামন (Finance Minister Nirmala Sitharaman) বলেছেন যে মোদী সরকারের সময় দেশে এফডিআই ছিল ৫০০.৫ বিলিয়ন মার্কিন ডলার, যা ইউপিএ সরকারের ১০ বছরে প্রাপ্ত পরিমাণের তুয়লনায় ৬৫ শতাংশ বেশি। তার মতে বিনিয়োগকারীরা বর্তমান সরকারের অর্থনৈতিক ব্যবস্থার উপর বেশি আস্থা রাখছেন।

ফিনান্স বিল, ২০২২, এবং অ্যাপ্রোপিয়েশন বিল, ২০২২-এর উপর আলোচনার জবাবে মন্ত্রী বলেন যে UNCTAD-র রিপোর্ট অনুসারে ভারত বিশ্বের শীর্ষ পাঁচটি বিদেশী প্রত্যক্ষ বিনিয়োগ গ্রহণকারী দেশের মধ্যে রয়েছে।

২০২০-২১ সালে FDI প্রবাহ ছিল ৮১.৭২ বিলিয়ন মার্কিন ডলার। আগের আর্থিক বছরে এর পরিমাণ ছিল ৭৪.৯ বিলিয়ন মার্কিন ডলার।
 
তিনি বলেন কোভিড মহামারী সত্ত্বেও সরকার সম্পদ সংগ্রহের জন্য কর গ্রহণ করেনি এবং অর্থনৈতিক পুনরুদ্ধারের জন্য তহবিল সৃষ্টির জন্যেও কোনও কর বাড়ানো হয়নি।

আরও পরুন: আরও শক্তিশালী হচ্ছে Tejas, বায়ুসেনার যুদ্ধ বিমানে যোগ হচ্ছে ভয়ঙ্কর এই মার্কিন প্রযুক্তি

অন্যদিকে OECD রিপোর্টে জানা গেছে দেশের অর্থনীতি পুনরুদ্ধারের জন্য প্রায় ৩২টি দেশ আয়কর বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে।

সীতারামন আরও বলেন, রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যুদ্ধ অতিমারির মতই প্রতিটি দেশকে আঘাত করেছে। 

অর্থমন্ত্রী আরও বলেছেন যে চলতি অর্থবছরে কেন্দ্রীয় কর থেকে রাজ্যগুলিতে ৮.৩৫ লক্ষ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে, যা ২০২১-২২-এর জন্য ৭.৪৫ লক্ষ কোটি টাকার সংশোধিত পরিমাণের তুলনায় বেশি।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.