'ছেলে জঙ্গি, তাই ওর দেহ ঘরে তুলব না!'

"আমার ছেলে দেশদ্রোহী। তাই তার মৃতদেহ বাড়িতে ফিরিয়ে আনার কোনও প্রশ্নই নেই। ওর সঙ্গে আমাদের আর কোনও সম্পর্কই নেই।'' নিজেকে কিছুটা শক্ত করে বললেন পুলিসের সঙ্গে এনকাউন্টারে মৃত জঙ্গি সাইফুলের বাবা। তিনি বলেন, ''আমরা ভারতীয়। তবে আমার ছেলে যে পথে গেল তাতে ওর সঙ্গে ভারতের কোনও যোগ নেই।''

Updated By: Mar 8, 2017, 07:35 PM IST
'ছেলে জঙ্গি, তাই ওর দেহ ঘরে তুলব না!'

ওয়েব ডেস্ক : "আমার ছেলে দেশদ্রোহী। তাই তার মৃতদেহ বাড়িতে ফিরিয়ে আনার কোনও প্রশ্নই নেই। ওর সঙ্গে আমাদের আর কোনও সম্পর্কই নেই।'' নিজেকে কিছুটা শক্ত করে বললেন পুলিসের সঙ্গে এনকাউন্টারে মৃত জঙ্গি সাইফুলের বাবা। তিনি বলেন, ''আমরা ভারতীয়। তবে আমার ছেলে যে পথে গেল তাতে ওর সঙ্গে ভারতের কোনও যোগ নেই।''

আরও পড়ুন- লখনউতে ISIS হানার পর এবার পশ্চিমবঙ্গকে সতর্ক করল রেল

গতকাল মধ্যপ্রদেশে একটি ট্রেনে বিস্ফোরণ ঘটে। সেই ঘটনায় জঙ্গিযোগ নিয়ে এরপর থেকেই চিরুনি তল্লাশি শুরু করে পুলিস। খবর মেলে উত্তরপ্রদেশের হাজি কলোনির একটি বাড়িতে লুকিয়ে আছে ২ জঙ্গি। তাদের সঙ্গে রয়েছে ISIS যোগ। এরপরই উত্তরপ্রদেশ পুলিসের তরফে সেখানে অভিযান চালানো হয়। প্রায় ১২ ঘণ্টার লড়াইয়ের পর সাইফুল নিকেশ করে পুলিস। উদ্ধার করা হয় বিপুল পরিমাণ অস্ত্র ও ISIS ফ্ল্যাগ।

মধ্যপ্রদেশে ট্রেনে বিস্ফোরণের পর গতকাল বিকেলে কানপুর থেকে ২ ও ইটাওয়া থেকে ১ সন্দেহভাজনকে গ্রেফতার করে উত্তরপ্রদেশ পুলিসের বিশেষ দল।

 

.