মহারাষ্ট্র থেকেও আসছেন কৃষকরা, দিল্লি-মেরঠ Expressway অবরোধ করল আন্দোলনকারীরা
নতুন ৩ কৃষি আইন(Farm Laws) নিয়ে ফের কৃষকদের আলোচনার টেবিলে ডেকেছে কেন্দ্র। এনিয়ে আজ বৈঠকে বসছে কৃষক সংগঠনগুলি
নিজস্ব প্রতিবেদন: মঙ্গলবার কৃষক আন্দোলনের ২৭তম দিন। দিল্লির(Delhi) একাধিক সীমান্তে বসে থাকার পাশাপাশি এবার রাস্তা অবরোধ করতে শুরু করল কৃষি আইন(Farm Laws)বিরোধী কৃষকরা। মঙ্গলবার দিল্লি-মেরঠ এক্সপ্রেসওয়ে(Delhi-Merut Expressway) অবরোধ করে দেয়। ফলে যান চলাচল বন্ধ হয়ে যায় গাজিপুর-গাজিয়াবাদ সীমান্তে। বাধ্য হয়েই পুলিসকে অন্য পথে যানবাহন ঘুরিয়ে দিতে হয়।
আরও পড়ুন-এদেশে ধর্মের কোনও বিভেদ নেই, আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের শতবর্ষে দাবি Pm Modi-র
সংবাদমাধ্যমে দিল্লির অ্যাডিশনাল সিপি ট্রাফিক(আউটার রেঞ্জ) বলেন, 'গাজিপুর সীমান্ত বন্ধ রয়েছে। নিজামুদ্দিন, অক্ষরধাম ও গাজিপুর চক অন্য পথে যানবাহন ঘুরিয়ে দেওয়া হচ্ছে।' দিল্লি থেকে গাজিয়াবাদ(Gaziabad) গামী যাত্রীদেরও দাবি, রাস্ত বন্ধ খুবই সমস্যা হচ্ছে। সংবাদসংস্থাকে এক পথচারী বলেন, যে জন্য় এই এক্সপ্রেসওয়ে তৈরি হয়েছিল সেই কাজ হচ্ছে না। বহুক্ষণ জ্য়ামে আটকে রয়েছি।
Delhi: Protesting farmers block Ghazipur (Delhi-Ghaziabad) border completely.
Traffic from Delhi towards Ghazipur & Ghaziabad on Delhi-Meerut Expressway affected as both side carriageways closed for traffic. pic.twitter.com/jHMkpQJIch
— ANI (@ANI) December 22, 2020
নতুন ৩ কৃষি আইন(Farm Laws) নিয়ে ফের কৃষকদের আলোচনার টেবিলে ডেকেছে কেন্দ্র। এনিয়ে আজ বৈঠকে বসছে কৃষক সংগঠনগুলি। গত রবিবার এনিয়ে ৪০ কৃষক ইউনিয়নকে একটি চিঠি দিয়েছিলেন কেন্দ্রীয় কৃষি মন্ত্রী নরেন্দ্র সিং তোমর(Narendra singh Tomer)। সেই চিঠির জবাবও আর তৈরি করতে পারেন কৃষক নেতারা।
আরও পড়ুন-Netaji, বিবেকানন্দের বই না পড়ে উপর উপর কথা বলছেন! ভোটের রাজনীতি : Sougata Roy
গত চার সপ্তাহ ধরে কেন্দ্রের ৩ কৃষি বিলের বিরুদ্ধে আন্দোলনে নেমেছেন কৃষকরা। এদের বেশিরভাগই পঞ্জাব(Punjab) ও হরিয়ানার(Haryana)। এছাড়াও আন্দোলনে তাঁদের সঙ্গে যোগ দিয়েছেন মধ্যপ্রদেশ ও রাজস্থানের কৃষকরা। এদের দাবি, নতুন আইনের ফলে মান্ডি(Kishan Mandi) পদ্ধতি উঠে যাবে। এতে তাদের ফসলের দাম এক ধাক্কায় অনেকটাই কমে যাবে। পাশাপাশি ফসলের ন্যূনতম সহায়ক মূল্য বন্ধ হয়ে যাবে। যদিও কেন্দ্র বারবারই বলছে, ফসলের ন্যূনতম সহায়ক মূল্য বন্ধ করা হচ্ছে না।
এদিকে, দিল্লিতে কৃষক আন্দোলনে যোগ দিয়ে এবার মহারাষ্ট্র(Maharashtra) থেকেও আসছেন কৃষকরা। এর নেতৃত্ব দিচ্ছে কিষাণ সভা। সংগঠনের এক নেতা সংবাদমাধ্যমে জানিয়েছেন, মহারাষ্ট্রের ২১টি জেলা থেকে কৃষকরা আসছেন দিল্লিতে।