Rahul Gandhi: 'পরিকল্পিতভাবে' কৃষকদের উপর হামলা, মোদী সরকারকে নিশানা রাহুল গান্ধীর
যোগী সরকারের অনুমতি না পেলেও লখিমপুরের পথে রওনা দিেছে কংগ্রেসের প্রতিনিধিদল।
নিজস্ব প্রতিবেদন: ''পরিকল্পিতভাবে'' কৃষকদের উপর আক্রমণ চালান হচ্ছে এবং সেই সঙ্গে ভারতে "একনায়কতন্ত্র" চলছে। লখিমপুর খিরির ঘটনায় এমনটাই মন্তব্য করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। এদিন প্রিয়াঙ্কার পর রাহুল গান্ধী (Rahul Gandhi) লখিমপুরে যাওয়ার অনুমতি পাননি। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে চিঠি দিয়ে কংগ্রেসের তরফে যাওয়ার অনুমতি চাওয়া হলেও তা মেলেনি।
রাহুল অভিযোগ করেছেন যে কৃষকদের শেষ করে দেওয়ার চেষ্টা চলছে এবং একজন কেন্দ্রীয় মন্ত্রী এবং তাঁর ছেলের নাম উঠে আসছে, কিন্তু কোনও ব্যবস্থা নেওয়া হচ্ছে না। অন্যদিকে, যোগী সরকারের অনুমতি না পেলেও লখিমপুরের পথে রওনা দিেছে কংগ্রেসের প্রতিনিধিদল। রাহুল গান্ধীর নেতৃত্বে লখিমপুরে যাবেন তাঁরা।
Farmers are being mowed down by a jeep, they're being murdered, the name of a union minister & his son is coming up in this incident (Lakhimpur Kheri). Y'day, PM visited Lucknow but he didn't visit Lakhimpur Kheri. It's a systematic attack on farmers: Congress leader Rahul Gandhi pic.twitter.com/ajyrCdt8Dx
— ANI (@ANI) October 6, 2021
তিনি অভিযোগ করেন, 'দেশের কৃষকদের "পরিকল্পিতভাবে আক্রমণ করা হচ্ছে"। "আগে গণতন্ত্র ছিল, ভারতে এখন একনায়কত্ব আছে। রাজনীতিবিদরা উত্তর প্রদেশে যেতে পারেন না। গতকাল থেকে আমাদের বলা হচ্ছে যে আমরা উত্তরপ্রদেশে যেতে পারব না।''
সাংবাদিক সম্মেলনে কংগ্রেস সাংসদ বলেন, তিনি সহ দুজন কংগ্রেস মুখ্যমন্ত্রী - ভূপেশ বাঘেল (ছত্তিশগড়) এবং চরণজিৎ সিং চান্নি (পাঞ্জাব) লখিমপুরের ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে দেখা করতে খিরিতে যাওয়ার চেষ্টা করবেন।
রবিবারের ঘটনার পর থেকেই লখিমপুর খেরিকে কার্যত দুর্গে পরিণত করেছে উত্তর প্রদেশ পুলিশ৷ বিরোধী পক্ষের কোনও নেতাকেই ঘটনাস্থলে গিয়ে মৃত কৃষকদের পরিবারের সঙ্গে দেখা করতে দেওয়া হচ্ছে না৷ এ দিন তৃণমূল সাংসদরাও দু'টি দলে ভাগ হয়ে কোনওক্রমে নিহত কৃষকদের পরিবারের সঙ্গে দেখা করেন৷
(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)