বন্যা কবলিত কাশ্মীরে নিখোঁজ এ রাজ্যের পর্যটকদের খোঁজে রাজ্য প্রশাসনের দ্বারস্থ উদ্বিগ্ন পরিবার

বন্যা বিধস্ত ভূস্বর্গে বেড়াতে গিয়ে নিখোঁজ এরাজ্যে বেশকয়েকজন পর্যটক। কেউ আটকে পড়েছেন কাজিকুণ্ডে।  কারোর খোঁজই মিলছে না। উদ্বিগ্ন পরিবারের সদস্যরা দ্বারস্থ হয়েছেন রাজ্য প্রশাসনের । শ্রীনগরের লালচকে জরির কাজ করতেন হাওড়ার জগতবলল্ভপুরের পঁচিশজন শ্রমিক। বেশকয়েক বছর ধরেই সপরিবার সেখানেই থাকতেন। টানা বৃষ্টি আর বন্যার জেরে বিধস্তর ভূস্বর্গে খোঁজ মিলছে না তাঁদের। উদ্বিগ্ন পরিবার লোকেরা ছুটে গিয়েছিলেন  জগত্‍বল্লভপুর থানা এবং বিডিওর কাছে। সবরকম সাহায্যের আশ্বাস দিয়েছেন বিডিও।

Updated By: Sep 11, 2014, 10:01 AM IST
বন্যা কবলিত কাশ্মীরে নিখোঁজ এ রাজ্যের পর্যটকদের খোঁজে রাজ্য প্রশাসনের দ্বারস্থ উদ্বিগ্ন পরিবার

কলকাতা: বন্যা বিধস্ত ভূস্বর্গে বেড়াতে গিয়ে নিখোঁজ এরাজ্যে বেশকয়েকজন পর্যটক। কেউ আটকে পড়েছেন কাজিকুণ্ডে।  কারোর খোঁজই মিলছে না। উদ্বিগ্ন পরিবারের সদস্যরা দ্বারস্থ হয়েছেন রাজ্য প্রশাসনের । শ্রীনগরের লালচকে জরির কাজ করতেন হাওড়ার জগতবলল্ভপুরের পঁচিশজন শ্রমিক। বেশকয়েক বছর ধরেই সপরিবার সেখানেই থাকতেন। টানা বৃষ্টি আর বন্যার জেরে বিধস্তর ভূস্বর্গে খোঁজ মিলছে না তাঁদের। উদ্বিগ্ন পরিবার লোকেরা ছুটে গিয়েছিলেন  জগত্‍বল্লভপুর থানা এবং বিডিওর কাছে। সবরকম সাহায্যের আশ্বাস দিয়েছেন বিডিও।

পশ্চিম মেদিনীপুরের পিংলা-মাদপুর এলাকা থেকে ২৯জনের একটি দল বেড়াতে গিয়েছিল কাশ্মীরে। প্রকৃতি বিরুপ হওয়ায়  এদের মধ্যে অনেকেই আটকে পড়েছে কাজিকুণ্ডে। বেশকয়েকজন নিখোঁজ। নিখোঁজের পরিবারের লোকজন ইতিমধ্যেই জেলাশাসকের সঙ্গে দেখা করে গোটা বিষয়টি জানিয়েছেন। সবরকম সাহায্যের আশ্বাস দিয়েছেন জেলাশাসক।

 

 

.