মুজফফরনগরে প্ররোচনামূলক বক্তব্যের দায়ে বিজেপি প্রধান অমিত শাহের বিরুদ্ধে চার্জশিট দাখিল

ফের বিপাকে বিজেপি। বুধবার বিজেপির জাতীয় প্রেসিডেন্ট অমিত শাহের বিরুদ্ধে প্ররোচনা মূলক বক্তব্য পেশ করার দায়ে চার্জশিট দাখিল করল উত্তর প্রদেশ পুলিস। চলতি বছরের এপ্রিল মাসে লোকসভা নির্বাচনের প্রচারে দাঙ্গা বিধ্বস্ত মুজফফরনগরে গিয়ে এই বক্তব্য পেশ করেন তিনি। সেই সময়েই তাঁর বক্তব্য নিয়ে প্রবল বিতর্ক সৃষ্টি হয়।

Updated By: Sep 11, 2014, 09:54 AM IST
মুজফফরনগরে প্ররোচনামূলক বক্তব্যের দায়ে বিজেপি প্রধান অমিত শাহের বিরুদ্ধে চার্জশিট দাখিল

নয়া দিল্লি: ফের বিপাকে বিজেপি। বুধবার বিজেপির জাতীয় প্রেসিডেন্ট অমিত শাহের বিরুদ্ধে প্ররোচনা মূলক বক্তব্য পেশ করার দায়ে চার্জশিট দাখিল করল উত্তর প্রদেশ পুলিস। চলতি বছরের এপ্রিল মাসে লোকসভা নির্বাচনের প্রচারে দাঙ্গা বিধ্বস্ত মুজফফরনগরে গিয়ে এই বক্তব্য পেশ করেন তিনি। সেই সময়েই তাঁর বক্তব্য নিয়ে প্রবল বিতর্ক সৃষ্টি হয়।

রিপোর্ট অনুযায়ী, অমিত শাহের বক্তব্যের ভিডিও ক্লিপিংয়ের ভিত্তিতে তাঁর বিরুদ্ধে চার্জশিট দায়ের করেছে মুজফফরপুর পুলিস।

এপ্রিলে মুজজফরপুরে একটি জনসভায় অমিত শাহ বলেন ''এই নির্বাচন ভোটের মাধ্যমে সেই সরকারকে উৎক্ষাৎ করার যারা জাট হত্যাকারীদের নিরাপত্তা আর ক্ষতিপূরণ দিচ্ছে। সম্মান রক্ষার তাগিদে এবার বদলা নেওয়ার পালা।''

অমিত শাহের সঙ্গেই সেই জনসভায় ছিলেন বিজেপি বিধায়ক সুরেশ রানা। গত বছর মুজফফরনগরে সাম্প্রদায়িক দাঙ্গায় অন্যতম অভিযুক্ত এই রানা। মুজফফরনগরের ভয়াবহ দাঙ্গায় প্রাণ হারিয়েছিলেন ৬০জন। যাঁদের বেশিরভাগই ছিলেন মুসলিম। হাজারেরও বেশি মানুষ গৃহহীন হয়েছিলেন। যাঁদের মধ্যে অধিকাংশের এখনও দিন গুজরান হচ্ছে ত্রাণ শিবিরে।

 

 

.