ভোটের আগে বিজেপির প্রতি পক্ষপাতিত্বের অভিযোগ, পদত্যাগ করলেন ‘ফেসবুক পাবলিক পলিসি হেড’ আঁখি দাস
আঁখি দাস তৃণমূল বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী রবিরঞ্জন চট্টোপাধ্যায়ের পুত্রবধূ। এর আগে তৃণমূলের প্রতি পক্ষপাতের অভিযোগ তুলেছিল সিপিএম।
নিজস্ব প্রতিবেদন: পদত্যাগ করলেন ফেসবুকের ভারতীয় শাখার নীতি নির্ধারণ বিভাগের প্রধান আঁখি দাস। জানা যাচ্ছে, তাঁর বিরুদ্ধে বিজেপির প্রতি পক্ষপাতিত্বের অভিযোগ উঠেছিল। এরপরই ব্যাপক সমালোচনর মুখে পড়তে হয় তাঁকে ও ফেসবুককে। অবশেষে বিহার ভোটের আগেই পদত্যাগ করতে হল আঁখি দাসকে।
ভোটের সময় ফেসবুক বিজেপির প্রতি পক্ষপাতিত্ব করছে করে বলে একাধিক অভিযোগ ওঠে। ফেসবুকের ভারতীয় শাখার ব্যবস্থাপক নির্দেশক অজিত মেনন আঁখি দাসের পদত্যাগের কথা বলেন।
মেনন বলেন, ‘ফেসবুকের শ্রীবৃদ্ধিতে অবদানের একাংশ আঁখি দাসের। তিনি ফেসবুকে ভারতে সব থেকে পুরনো কর্মীদের মধ্যে একজন।’
গত অগাস্টে এক গোপন মেসেজ ফাঁস হয়েছিল। যেখানে লেখা ছিল, ‘আমরা নরেন্দ্র মোদীর প্রচারকে তরাণ্বিত করেছি। বাকিটা অবার দেখা যাবে।’ এরপর নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পর বিরোধীদের মধ্যে রাজনীতি তোলপাড় হয়। সে সময় আঁখি দাসের বিরুদ্ধে এফআইআরও করা হয়।
প্রসঙ্গত, আঁখি দাস তৃণমূল বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী রবিরঞ্জন চট্টোপাধ্যায়ের পুত্রবধূ। এর আগে তৃণমূলের প্রতি পক্ষপাতের অভিযোগ তুলেছিল সিপিএম।