কর্ণাটক বিধানসভা ভোটের আগে ভুয়ো খবর নিয়ন্ত্রণে ফেসবুক
ভুয়ো খবরের ব্যপ্তি কমিয়ে দেবে ফেসবুক।
নিজস্ব প্রতিবেদন: কেমব্রিজ অ্যানালিটিকা বিতর্কের পর সতর্ক ফেসবুক। কর্ণাটকের নির্বাচনে ভুয়ো সংবাদ নিয়ন্ত্রণ করবে মার্ক জুকারবার্গের সংস্থা। এজন্য মঙ্গলবার জুম নামে একটি স্বাধীন ডিজিটাল সংবাদমাধ্যমের সঙ্গে যুক্ত হয়েছে ফেসবুক।
আগামী ১২ মে কর্ণাটকে বিধানসভার ভোট। ১৫ মে ফলপ্রকাশ। নির্বাচনের আবহে পাইলট প্রকল্পে ভুয়ো সংবাদ ধরতে আসরে নেমেছে ফেসবুক। তারা জানিয়েছে, ''আন্তর্জাতিক তথ্য পর্যবেক্ষণ সংস্থার দ্বারা স্বীকৃত 'বুম'। ইংরেজি ভাষার সংবাদের সত্যতা খতিয়ে দেখবে তারা।''
২০১৪ সাল থেকে কাজ করছে বুম। প্রায় ২২ কোটি ফেসবুক ব্যবহারকারী রয়েছেন ভারতে। মার্ক জুকারবার্গের সংস্থার দাবি, ''ভুয়ো খবরের মোকাবিলায় ছোট আকারেই শুরু করছে তারা। এই পরীক্ষা থেকে শিখতে চাইছে আমরা। ব্যবহারকারীদের জন্য নিজেদের উন্নতির প্রক্রিয়া চলতে থাকবে।''
ফেসবুক জানিয়েছেন, 'কোনও খবর ভুয়ো হিসেবে চিহ্নিত হলেই কমিয়ে দেওয়া হবে তার ব্যপ্তি। এর ফলে বেশি মানুষের কাছে সেই খবরটি পৌঁছবে না। যে সব ফেসবুক পেজ থেকে খবরটি পোস্ট করা হবে, সেগুলির রিচ বা ব্যপ্তিও কমিয়ে দেবে সংস্থা। নিউজ ফিডে ওই সংক্রান্ত সত্য খবরের লিংকও দেওয়া থাকবে। এর পাশাপাশি পেজ অ্যাডমিনদের কাছে পাঠানো হবে নোটিফিকেশন।'
ফেসবুক কর্তা মার্ক জুকারবার্গ ইতিমধ্যেই জানিয়েছেন, ভারতের নির্বাচনে ফেসবুক যাতে কোনও প্রভাব ফেলতে না পারে, তা নিশ্চিত করবে সংস্থা। তাদের প্ল্যাটফর্মের অপব্যবহারও যাতে না হয় তা দেখবে তারা।
আরও পড়ুন- 'মৌন' মোদী কটাক্ষে মনমোহন সিংকে পাল্টা রবিশঙ্করের