ফেসবুককর্তার সঙ্গে মোদীর প্রথম সাক্ষাৎ

শুক্রবার নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেন ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ। প্রথাগত টি-শার্ট, জিন্স এবং স্নিকার্সের পরিবর্তে তাঁর পরনে ছিল কালো রঙের স্যুট। জুকারবার্গের সঙ্গে বৈঠকের পর মোদী টুইট করে জানান যে ফেসবুকের সিইও-র সঙ্গে তাঁর আলোচনা খুব ভালো হয়েছে। দুজনের মধ্যে বিভিন্ন বিষয়ে কথা হয়।

Updated By: Oct 11, 2014, 11:32 AM IST
ফেসবুককর্তার সঙ্গে মোদীর প্রথম সাক্ষাৎ
ছবি পিটিআই

নয়াদিল্লি: শুক্রবার নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেন ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ। প্রথাগত টি-শার্ট, জিন্স এবং স্নিকার্সের পরিবর্তে তাঁর পরনে ছিল কালো রঙের স্যুট। জুকারবার্গের সঙ্গে বৈঠকের পর মোদী টুইট করে জানান যে ফেসবুকের সিইও-র সঙ্গে তাঁর আলোচনা খুব ভালো হয়েছে। দুজনের মধ্যে বিভিন্ন বিষয়ে কথা হয়।

প্রধানমন্ত্রীর স্বপ্নের প্রকল্প ডিজিটাল ইন্ডিয়ার প্রসঙ্গে উত্‍সাহী জুকারবার্গ বলেন, এবিষয়ে তিনি প্রধানমন্ত্রীকে পরামর্শ দিতে চান কারণ ভারতবর্ষে এমন অনেক গ্রাম আছে যেখানে মোবাইল পরিষেবা পৌছোয়নি।  এটাই ফেসবুকের জনকের প্রথম ভারত সফর।

তথ্য সম্প্রচার মন্ত্রকের কিছু আধিকারিক ভবিষ্যতে ফেসবুকের সঙ্গে বিভিন্ন উন্নয়ণ মূলক কাছে সাহায্য করবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ।

 

.