মহারাষ্ট্রের বুথ ফেরত সমীক্ষা

মহারাষ্ট্রে এবারে সি-ভোটার ও টাইমস নাওয়ের সমীক্ষা বলছে, ২৮৮টি আসনের মধ্যে বিজেপি পাবে ১২৯টি আসন। ৫৬টি আসন  পেয়ে দ্বিতীয় স্থানে থাকবে শিবসেনা ।  সমীক্ষা অনুযায়ী কংগ্রেস ৪৩টি, এনসিপি ৩৬টি, এবং এমএনএস ১২টি।

Updated By: Oct 19, 2014, 11:25 AM IST

ওয়েব ডেস্ক: মহারাষ্ট্রে এবারে সি-ভোটার ও টাইমস নাওয়ের সমীক্ষা বলছে, ২৮৮টি আসনের মধ্যে বিজেপি পাবে ১২৯টি আসন। ৫৬টি আসন  পেয়ে দ্বিতীয় স্থানে থাকবে শিবসেনা ।  সমীক্ষা অনুযায়ী কংগ্রেস ৪৩টি, এনসিপি ৩৬টি, এবং এমএনএস ১২টি।

এসি নিয়েলসন-এবিপির সর্বশেষ সমীক্ষা অনুযায়ী বিজেপি পাবে ১৪৪টি। শিবসেনা ৭৭টি। কংগ্রেস ৩০টি। এনসিপি ২৯টি। এমএনএস পাবে ৩টি আসন।

টুডেজ চাণক্য-নিউজ টুয়েন্টি ফোরের সমীক্ষায় অবশ্য মহারাষ্ট্রে বিজেপিকে ম্যাজিক ফিগারে পৌছে দিচ্ছে। ওই সমীক্ষা অনুযায়ী বিজেপি পাবে ১৫১টি আসন। শিবসেনা ৭১টি। কংগ্রেস ২৭টি। এনসিপি ২৮টি। আর এমএনএস পাবে ১১টি আসন।

 

.