পুলওয়ামায় হয়ে গেল জঙ্গিদের সঙ্গে একপ্রস্ত লড়াই

জঙ্গি সন্দেহে ধৃত ৩

Updated By: Nov 19, 2020, 03:45 PM IST
পুলওয়ামায় হয়ে গেল জঙ্গিদের সঙ্গে একপ্রস্ত লড়াই

নিজস্ব প্রতিবেদন: আবার জঙ্গিদের মুখোমুখি ভারতীয় সেনা। চলল গুলির লড়াই। 

আজ, বৃহস্পতিবার এই বন্দুকের লড়াই শুরু হয় দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামা জেলায় কাকাপোরা অঞ্চলের পারিগাম এলাকায়। 

পুলিশের কাছে বিশেষ সূত্রে ওই অঞ্চলে জঙ্গি থাকার খবর ছিল। সেই খবরের সূত্রেই অপারেশন চালানো হয়। পুলিসের সঙ্গে একযোগে অপারেশনে নামে সেনা ও সিআরপিএফ। যতদূর খবর, তাতে মনে করা হচ্ছে ২-৩ জন জঙ্গিকে ফাঁদে ফেলা গিয়েছে। একজন সিনিয়র পুলিস অফিসার তেমনই জানিয়েছেন। দু'পক্ষের গুলির লড়াইয়ের কথাও তিনি কবুল করেন।

আরও পড়ুন:  বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে খুন! দেহ ছুঁড়ে ফেলা হল ট্রেনের বাইরে!

.