কুলগাম-পুলওয়ামায় জোড়া একাউন্টারে খতম ৪ জঙ্গি, কেরন সেক্টরে উদ্ধার বিপুল অস্ত্র
গোয়েন্দা তথ্য়ের ভিত্তিতে কুলগামের চিনগাম এলাকায় আজ তল্লাশি শুরু করে নিরাপত্তা বাহিনী। ঘিরে ফেলা হয় একটি সন্দেহজনক বাড়িকে
নিজস্ব প্রতিবেদন: শনিবার কাশ্মীর উপত্যকায় জোড়া এনকাউন্টার চালাল সেনা। সেনা-জঙ্গি গুলির লড়াইয়ে মৃত্যু হল ৪ জঙ্গির।
আরও পড়ুন-ঘটে যা, তা সব 'সত্য' নয়, 'দেখানো'র সরষের মধ্যেই ফেকে'র ভূত!
শনিবার সকালেই জঙ্গিদের খোঁজে তল্লাশি শুরু হয় কুলগামে। গোয়েন্দা তথ্য়ের ভিত্তিতে কুলগামের চিনগাম এলাকায় আজ তল্লাশি শুরু করে নিরাপত্তা বাহিনী। ঘিরে ফেলা হয় একটি সন্দেহজনক বাড়িকে। ধরা দিতে না চেয়ে সেনাবাহিনীর সঙ্গে গুলির লড়াই শুরু করে দেয় জঙ্গিরা। ওই সংঘর্ষেই কুলগামে নিহত হল ২ জঙ্গি। এখনও পর্যন্ত ওই দুজনের দেহ উদ্ধার হয়নি। চলছে তল্লাশি।
কুলগামের পাশাপাশি পুলওয়ামার ডাডুরা এলাকায় এক পৃথক সংঘর্ষের ঘটনায় নিহত হয় আরও দুই জঙ্গি। কাশ্মীর জোনের পুলিসের দাবি অনুয়ায়ী, ওই দুই জঙ্গির কাছ থেকে অস্ত্র, গুলি উদ্ধার করা হয়েছে।
আরও পড়ুন-কুলতলিতে নদীর চরে তুলে নিয়ে গিয়ে নাবালিকাকে ধর্ষণ, প্রাণে মেরে ফেলার হুমকি
অন্যদিকে, শুক্রবার রাতে কেরন সেক্টরে অস্ত্র চোরাচালানের একটি চেষ্টা ভেস্তে দিল সেনা। উদ্ধার হয়েছে ৪টি একে ৪৭ রাইফেল, ৮টি ম্য়াগাজিন, ২৪০টি একে ৪৭ এর গুলি।