লাদাখ উত্তেজনার মধ্যেই সেনার রসদ নিয়ে লেহ বায়ুসেনা ঘাঁটিতে নামল IAF-র দানব বিমান, দেখুন

সংবাদসংস্থায় খবর অনুযায়ী লাদাখ সীমান্তে ইতিমধ্যেই ট্যাঙ্ক, ভারী যুদ্ধাস্ত্র, গোলাবারুদ, জ্বালানী, খাবার মজুত করতে শুরু করেছে সেনা।

Updated By: Oct 10, 2020, 05:54 PM IST
লাদাখ উত্তেজনার মধ্যেই সেনার রসদ নিয়ে লেহ বায়ুসেনা ঘাঁটিতে নামল IAF-র দানব বিমান, দেখুন
ছবি-টুইটার

নিজস্ব প্রতিবেদন: পূর্ব লাদাখে সীমান্ত উত্তেজনা তুঙ্গে। সামনেই শীত। তার মধ্যেই সীমান্তে যে কোনও উত্তেজনা মোকাবিলায় প্রস্তুতি সেরে রাখছে সেনাবাহিনী।

আরও পড়ুন-কুলতলিতে নদীর চরে তুলে নিয়ে গিয়ে নাবালিকাকে ধর্ষণ, প্রাণে মেরে ফেলার হুমকি

শনিবার ফরওয়ার্ড এরিয়ায় মোতায়েন সেনাদের জন্য রসদ নিয়ে লেহ বায়ুসেনা ঘাঁটিতে পৌঁছল বায়ুসেনার C-17 গ্লোবমাস্টার বিমান। 

যুদ্ধের সরঞ্জাম, সেনা, খাবারদাবার-সহ অন্যান্য সামগ্রী বহন করতে পারে বায়ুসেনার এই বিশাল বিমান। যেকোনও আবহাওয়ায় ওড়ার ক্ষমতা রাখে সি-১৭ গ্লোবমাস্টার।

সংবাদসংস্থায় খবর অনুযায়ী লাদাখ সীমান্তে ইতিমধ্যেই ট্যাঙ্ক, ভারী যুদ্ধাস্ত্র, গোলাবারুদ, জ্বালানী, খাবার মজুত করতে শুরু করেছে সেনা। সূত্রের খবর গোটা বিষয়টাই দেখাশোনা করেন সেনাপ্রধান নারাভানে।

আরও পড়ুন-সুকান্ত ভট্টাচার্যের পঙক্তিকেই তা হলে স্বীকৃতি দিল নোবেল কমিটি!

এখনও পর্য়ন্ত পাওয়া খবর অনুযায়ী লাদাখ সীমান্ত প্রস্তুতি সারতে সি-১৭ বিমান ছাড়াও সি ১৩০ সুপার হারকিউলিস বিমান ব্যবহার করেছে ভারত।   

.