দেশের যে কোনও জায়গা থেকে দেওয়া যাবে ভোট, নতুন ব্যবস্থা চালু করতে চলেছে কমিশন

বর্তমানে কোনও ব্যক্তিকে ভোট দিতে গেলে ফিরতে হয় তাঁর পাকাপাকি বাসস্থানে। সেখানে নির্দিষ্ট বুথেই ভোট দিতে পারেন তিনি। স্বাধীনতার পর থেকে চলে আসছে এই নিয়ম। এই বিধির গেরোয় ভোট দিতে পারেন না ভিনরাজ্যে প্রবাসী লক্ষ লক্ষ মানুষ।

Updated By: Aug 5, 2018, 05:54 PM IST
দেশের যে কোনও জায়গা থেকে দেওয়া যাবে ভোট, নতুন ব্যবস্থা চালু করতে চলেছে কমিশন

নিজস্ব প্রতিবেদন: ভোট দিতে আর ফিরতে হবে না বাড়ি। দেশের যে কোনও জায়গায় বসেই ভোট দিতে পাবনের বৈধ ভোটার। বছর কয়েকের মধ্যেই চালু হতে চলেছে এই ব্যবস্থা। এমনটাই জানিয়েছেন দেশের মুখ্য নিবার্চন কমিশনার ওপি রাওয়াত। 

মুখ্য নির্বাচন কমিশনার জানান, যে কোনও ভোটার যে কোনও জায়গা থেকে যাতে ভোট দিতে পারেন তার ব্যবস্থা করছে নির্বাচন কমিশন। এজন্য এটিএমের মতো বিভিন্ন জায়গায় ভোটযন্ত্র বসানো হবে। সেই ভোটযন্ত্রে নিজের পরিচয়ের প্রমাণ দিয়ে ভোট দিতে পারবেন ভোটাররা। 

বর্তমানে কোনও ব্যক্তিকে ভোট দিতে গেলে ফিরতে হয় তাঁর পাকাপাকি বাসস্থানে। সেখানে নির্দিষ্ট বুথেই ভোট দিতে পারেন তিনি। স্বাধীনতার পর থেকে চলে আসছে এই নিয়ম। এই বিধির গেরোয় ভোট দিতে পারেন না ভিনরাজ্যে প্রবাসী লক্ষ লক্ষ মানুষ। 

বিরোধী জোট ছেড়ে মোদীর শরণে গেলেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও

এছাড়া একই ব্যক্তির নাম একাধিক জায়গায় ভোটার তালিকায় যাতে না থাকে সেজন্য প্রযুক্তি আনছে নির্বাচন কমিশন। এই প্রযুক্তিতে এক জায়গায় কারও নাম উঠলে আগের জায়গার তালিকা থেকে নিজে নিজেই নাম বাতিল হয়ে যাবে। 

.