মালগাড়ির সঙ্গে ধাক্কা, ওড়িশায় লাইনচ্যুত লোকমান্য তিলক এক্সপ্রেসের ৮টি বগি

মালগাড়ির সঙ্গে ধাক্কায় লাইনচ্যুত হয়েছে  মুম্বই থেকে ভুবনেশ্বরগামী লোকমান্য তিলক এক্সপ্রেসের (Lokmanya Tilak Express) ৮টি বগি।

Edited By: সুদীপ দে | Updated By: Jan 16, 2020, 10:33 AM IST
মালগাড়ির সঙ্গে ধাক্কা, ওড়িশায় লাইনচ্যুত লোকমান্য তিলক এক্সপ্রেসের ৮টি বগি

নিজস্ব প্রতিবেদন: নতুন বছরে ট্রেন দুর্ঘটনা ঘটল ওড়িশার কটকে। মালগাড়ির সঙ্গে ধাক্কায় লাইনচ্যুত হয়েছে  মুম্বই থেকে ভুবনেশ্বরগামী লোকমান্য তিলক এক্সপ্রেসের (Lokmanya Tilak Express) ৮টি বগি।

সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, বৃহস্পতিবার সকাল ৭টা নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে সালাগাঁও ও নারগুন্ডি স্টেশনের মাঝামাঝি এলাকায়। সালাগাঁও স্টেশনের কাছে মালগাড়ির ভ্যানে ধাক্কা মারে লোকমান্য তিলক এক্সপ্রেস। প্রাথমিক ভাবে অনুমান করা হচ্ছে, ঘন কুয়াশার জেরেই এই দুর্ঘটনা ঘটেছে।

আরও পড়ুন: অর্জুনের তিরে পরমাণু অস্ত্রের শক্তি! রাজ্যপালকে পাগলের সঙ্গে তুলনা করলেন অধীর

এই দুর্ঘটনায় এখনও পর্যন্ত অন্তত ২০ জনের আহত হওয়ার খবর মিলেছে। ঘটনাস্থলে পৌঁছেছে রেলের উদ্ধারকারী দল।

.