Fatima Sheikh: নারীর শিক্ষা ও ক্ষমতায়নের জন্য লড়াই করেছিলেন ফতিমা; শ্রদ্ধা গুগলের
যথারীতি সমাজের প্রাচীনপন্থী পুরুষতান্ত্রিকতার সামনে ঠোক্কর খেতে হয়েছিল তাঁকে।
নিজস্ব প্রতিবেদন: নারীর ক্ষমতায়ন ও নারীশিক্ষার অন্যতম আইকন ফতিমা শেখের ১৯১ তম জন্মদিবস আজ, ৯ জানুয়ারি। ১৮৩১ সালের এই দিনে পুণেয় জন্ম এই বিরল প্রতিভাবান ভারতীয় নারীর। তিনি হলেন দেশের প্রথম মুসলিম শিক্ষিকা।
ফতিমা শেখ জ্যোতিরাও ফুলে ও সাবিত্রী ফুলের সঙ্গে একযোগে ১৮৪৮ সালে দেশের অন্যতম প্রথম মেয়েদের স্কুল প্রতিষ্ঠা করেছিলেন। দলিত ও পিছিয়ে পড়া মুসলিম মেয়েদের মধ্যে শিক্ষা প্রসারে আত্মনিবেদন করেছিলেন ফতিমা। তিনি ছিলেন সত্যসাধক গোষ্ঠীর অন্যতম সত্যসন্ধানী।
তাঁর কাজ ছিল ভারতীয় বর্ণপ্রথার কঠিন নিগড়ের কারণে যাঁদের মধ্যে শিক্ষার প্রসার সম্ভব হচ্ছিল না, তাঁদের মধ্যে শিক্ষাকে সহজলভ্য করে তোলা। তিনি এ কাজে বাড়ি বাড়ি পৌঁছে যেতেন। যথারীতি সমাজের প্রাচীনপন্থী পুরুষতান্ত্রিকতার সামনে ঠোক্কর খেতে হয়েছিল তাঁকে, কিন্তু মাথা নত না করে তিনি লড়াই চালিয়ে গিয়েছিলেন।
(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)
আরও পড়ুন: এখন জোর চর্চায় TekFog! কীভাবে কাজ করে 'কারচুপি'র এই নয়া অস্ত্র?