আর্থিক বৃদ্ধি ৭.৫ শতাংশ পৌঁছনো কঠিন, আশঙ্কা আর্থিক সমীক্ষায়

Updated By: Aug 11, 2017, 04:14 PM IST
আর্থিক বৃদ্ধি ৭.৫ শতাংশ পৌঁছনো কঠিন, আশঙ্কা আর্থিক সমীক্ষায়

ওয়েব ডেস্ক : চলতি অর্থবর্ষে আর্থিক বৃদ্ধির হার ৬.৭৫ থেকে ৭.৫ শতাংশে থাকা বেশ কঠিন হতে চলেছে। আর্থিক সমীক্ষার দ্বিতীয় পর্বের রিপোর্টে এমনটাই আশঙ্কা করা হয়েছে। এই প্রথম অর্থবর্ষ পেরিয়ে ‌যাওয়ার পর আর্থিক সমীক্ষার রিপোর্ট প্রকাশিত হল।

জিডিপির স্বচ্ছ রূপায়ন নিয়ে চ্যালেঞ্জ, টাকার অবমূল্যায়ন ও কৃষকদের ঋণ মকুব অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে পূর্বাভাস আর্থিক সমীক্ষার। ফলে ৬.৭৫ থেকে ৭.৫ শতাংশে আর্থিক বৃদ্ধির হার রাখা চ্যালেঞ্জিং। সমীক্ষা রিপোর্টের আশঙ্কা, জিডিপি নিম্নমুখী হওয়ার ঝুঁকি থাকছে। একইসঙ্গে জিএসটি ও নোট বাতিলের সুফল মিলতে পারে বলেও মত সমীক্ষা রিপোর্টের।  

বাদল অধিবেশনের শেষ দিনে লোকসভায় আর্থিক সমীক্ষার রিপোর্ট পেশ করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি। তাঁর কথায়,’’আর্থিক নীতিতে বদল আনার সু‌যোগ রয়েছে।’’

আরও পড়ুন- চাকরি বদল করলে পিএফ নিয়ে আর ঝক্কি নেই, জেনে নিন খুশির খবর

.