Earthquake তাজিকিস্তান ও অমৃতসরে, কাঁপল দিল্লি-সহ উত্তর ভারত
রাত ১০.৩৪ মিনিটে ভূমিকম্প হয়।
নিজস্ব প্রতিবেদন: ভূমিকম্পে (Earthquake) আতঙ্ক ছড়াল দিল্লি-সহ উত্তর ভারতে। কয়েক সেকেন্ডের কম্পনে ঘরবাড়ির বাইরে বেরিয়ে পড়েন সাধারণ মানুষ। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৬.১। এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির কোনও খবর নেই।
ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, রাত ১০.৩৪ মিনিটে ভূমিকম্প (Earthquake) হয়। কেন্দ্রস্থল পঞ্জাবের অমৃতসর (Amritsar)। রিখটার স্কেলে তার মাত্রা ৬.১। মাটি থেকে ১০ কিলোমিটার গভীরে উৎসস্থল। ভারতের কাছাকাছি তাজিকিস্তানে (Tajikistan) আরও একটি ভূমিকম্প হয়েছে। কম্পনের মাত্রা ৬.৩।
An earthquake of magnitude 6.1 on the Richter scale hit Amritsar, Punjab at 10:34pm today: National Centre for Seismology
— ANI (@ANI) February 12, 2021
Punjab: People come out of their houses in Amritsar following tremors in the state; visuals from Pawan Nagar area. A resident says, "The tremors were very strong".
National Center for Seismology has ascertained that epicentre of the magnitude 6.3 earthquake was in Tajikistan. pic.twitter.com/zebsZw1YeX
— ANI (@ANI) February 12, 2021
সকলের সুরক্ষার জন্য প্রার্থনা করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল (Arvind Kejriwal)।
Earthquake tremors felt in Delhi. Praying for everyone's safety. https://t.co/8fU8TGQLiE
— Arvind Kejriwal (@ArvindKejriwal) February 12, 2021
অমৃতসরে এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতি কোনও খবর নেই বলে জানিয়েছেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরেন্দ্র সিং।
No reports of any damage so far in Amritsar or other parts of Punjab following the #earthquake. Top officials of @PunjabPoliceInd & local administration are keeping a close watch on the situation. Praying for everyone’s safety. https://t.co/DKNNvFMPwE
— Capt.Amarinder Singh (@capt_amarinder) February 12, 2021
আরও পড়ুন- Tamil Nadu-তে বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, মৃত কমপক্ষে ১১, গুরুতর আহত ৩৬