Earthquake তাজিকিস্তান ও অমৃতসরে, কাঁপল দিল্লি-সহ উত্তর ভারত

রাত ১০.৩৪ মিনিটে ভূমিকম্প হয়।

Updated By: Feb 13, 2021, 12:11 AM IST
Earthquake তাজিকিস্তান ও অমৃতসরে, কাঁপল দিল্লি-সহ উত্তর ভারত

নিজস্ব প্রতিবেদন: ভূমিকম্পে (Earthquake) আতঙ্ক ছড়াল দিল্লি-সহ উত্তর ভারতে। কয়েক সেকেন্ডের কম্পনে ঘরবাড়ির বাইরে বেরিয়ে পড়েন সাধারণ মানুষ। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৬.১। এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির কোনও খবর নেই।        

ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, রাত ১০.৩৪ মিনিটে ভূমিকম্প (Earthquake) হয়। কেন্দ্রস্থল পঞ্জাবের অমৃতসর (Amritsar)। রিখটার স্কেলে তার মাত্রা ৬.১। মাটি থেকে ১০ কিলোমিটার গভীরে উৎসস্থল। ভারতের কাছাকাছি তাজিকিস্তানে (Tajikistan) আরও একটি ভূমিকম্প হয়েছে। কম্পনের মাত্রা ৬.৩। 

সকলের সুরক্ষার জন্য প্রার্থনা করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল (Arvind Kejriwal)। 

অমৃতসরে এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতি কোনও খবর নেই বলে জানিয়েছেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরেন্দ্র সিং। 

আরও পড়ুন- Tamil Nadu-তে বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, মৃত কমপক্ষে ১১, গুরুতর আহত ৩৬

  

.