Meghalaya Earthquake: ফের ভূমিকম্প! কেঁপে উঠল মেঘালয়

রিখটার স্কেলে তীব্রতা ছিল ৪.২।

Updated By: Jul 16, 2023, 09:14 PM IST
Meghalaya Earthquake: ফের ভূমিকম্প! কেঁপে উঠল মেঘালয়

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ব্যবধান মাস পাঁচেকের। ফের ভূমিকম্প মেঘালয়ে। রিখটার স্কেলে তীব্রতা ছিল ৪.২! এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির কোনও খবর নেই। 

আরও পড়ুন: Bihar News: বিডিওর ফেয়ারওয়েলে ভোজপুরী আইটেম সংয়ের সঙ্গে চটুল নাচ, তদন্তের নির্দেশ জেলাশাসকের

তখন সবেমাত্র বিধানসভা ভোট পর্ব মিটেছে। একবার নয়, চলতি বছরের গোড়ার দিকে পরপর দু'বার ভূমিকম্প হয় উত্তর-পূর্ব ভারতে। প্রথমে মণিপুর, তারপর মেঘালয়ে। তবে রিখকার স্কেলে তীব্রতা ছিল। সেবার তেমন ক্ষয়ক্ষতি হয়নি।

ভরসন্ধেয় ফের কাঁপল মেঘালয়ে। ঘড়িতে তখন প্রায় ৮। এদিন ভূমিকম্প অনুভূত হয় মেঘালয়ে পশ্চিম খাসি পাহাড় লাগোয়া এলাকায়। এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির কোনও খবর নেই।

এর আগে, গত বছরের শেষেও ভূমিকম্প হয়েছিল মেঘালয়ে।  কম্পনটি অনুভূত হয় ভোররাতে-- ৩টে ৪৬ মিনিট নাগাদ। টুরার ৩৭ কিলোমিটার দূরে ছিল ভূমিকম্পটির কেন্দ্র। মেঘালয়ের টুরা অঞ্চলের ৩৭ কিলোমিটার উত্তরপূর্বে ঘটা এই ভূমিকম্পটির এপিসেন্টার ছিল মাটির ৫ কিলোমিটার গভীরে।

আরও পড়ুন: এই প্রথম কোনও ভারতীয় উঠলেন 'লেনিনের মাথা'য়! বাংলা থেকে সটান পৃথিবীর ছাদে...

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.