অস্ত্রপচার করে কিশোরের মুখ থেকে ২৩২টি দাঁত বের করলেন চিকিত্সকরা
টানা ৭ ঘণ্টার চেষ্টায় কিশোরের মুখ থেকে ২৩২ টি দাঁত তুলে ফেলতে সক্ষম হলেন চিকিত্সকরা। বিরলতম এই অস্ত্রপচারের সাক্ষী রইল মুম্বইয়ের জেজে হাসপাতালের দন্ত চিকিত্সা বিভাগ।
মুম্বই: টানা ৭ ঘণ্টার চেষ্টায় কিশোরের মুখ থেকে ২৩২ টি দাঁত তুলে ফেলতে সক্ষম হলেন চিকিত্সকরা। বিরলতম এই অস্ত্রপচারের সাক্ষী রইল মুম্বইয়ের জেজে হাসপাতালের দন্ত চিকিত্সা বিভাগ।
গত ১৮ মাস ধরে মুখ ফুলে উঠেছিল ১৭ বছরের কিশোর অশোক ভাভই। তাঁর মুখের মাড়িতে গজিয়ে উঠিছিল ২৩২টি অতিরিক্ত দাঁত। জেজে হাসপাতালের দন্ত চিকিত্সা বিভাগের প্রধান ডা. ধিওয়ারে জানালেন, অস্ত্রপচারের সময় মাড়ি কাটতেই চোখে পড়ে ছোট ছোট মুক্তোর মতো দাঁত। অস্ত্রপচারের পর গুনে দেখা গেছে মোট ২৩২টি অতিরিক্ত দাঁত ছিল অশোকের মুখে। এখন রয়েছে ২৮টি। তবে এই ঘটনা খুবই বিরল। আমার ৩০ বছরের কর্মজীবনে প্রথম এই ধরনের ঘটনার দেখলাম।
দুজন চিকিত্সক ও দুজন সহকারী অশোকের অস্ত্রপচার করেন।