মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে মোদীকে আমন্ত্রণ জানানোর আবেদন

সেপ্টেম্বরে আমেরিকা সফরের সময় মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে ভাষণ দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হোক ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে।  এই মর্মে  আমেরিকার আইনসভার নিম্নকক্ষের স্পিকার জন বোহেনারকে চিঠি লিখছেন আইনসভার ৮৩ জন সদস্য। আমেরিকার আইনসভার বৈদেশিক বিষয় সংক্রান্ত কমিটির প্রবীণ সদস্য ব্র্যাড শেরম্যান। তাঁর মতে, নরেন্দ্র মোদীর ভারত সফর ভারত-মার্কিন সম্পর্ককে  আরও প্রসারিত করার একটা সুযোগ।

Updated By: Jul 23, 2014, 08:40 PM IST
মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে মোদীকে আমন্ত্রণ জানানোর আবেদন

ওয়াশিংটন: সেপ্টেম্বরে আমেরিকা সফরের সময় মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে ভাষণ দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হোক ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে।  এই মর্মে  আমেরিকার আইনসভার নিম্নকক্ষের স্পিকার জন বোহেনারকে চিঠি লিখছেন আইনসভার ৮৩ জন সদস্য। আমেরিকার আইনসভার বৈদেশিক বিষয় সংক্রান্ত কমিটির প্রবীণ সদস্য ব্র্যাড শেরম্যান। তাঁর মতে, নরেন্দ্র মোদীর ভারত সফর ভারত-মার্কিন সম্পর্ককে  আরও প্রসারিত করার একটা সুযোগ।

সেই কারণেই মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে মোদীর ভাষণের জন্য আর্জি জানিয়েছেন তাঁরা। আইনসভার ৮৩ জন সদস্যের চিঠিতে বলা হয়েছে, ক্রমশ অর্থনৈতিকভাবে শক্তিশালী হয়ে উঠছে ভারত। রণনীতির বিচারে ভারতের  ভৌগোলিক অবস্থানও গুরুত্বপূর্ণ। আঞ্চলিক শান্তি ও নিরাপত্তার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ভারত।

গত তিন দশকে ভারতের সব প্রধানমন্ত্রীই মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে ভাষণ দিয়েছেন। মোদীর সফরের সময়ও সেই ঐতিহ্য বজায় রাখার সুযোগ রয়েছে। শেরম্যানের আশা, আইনসভার আরও সদস্য ওই চিঠিতে সই করবেন।

.