মৃত স্বামীর শুক্রাণু সংরক্ষণের দাবি নাকচ করল ডাক্তার
মাত্র কয়েক বছর আগে তাঁদের বিয়ে হয়েছিল। ওই দম্পতির এখনও কোনও সন্তান হয়নি। আর এর মধ্যেই দুর্ভাগ্য বশত স্বামী মারা গেলেন। ঘটনাটি রাজধানী দিল্লির।
ওয়েব ডেস্ক: মাত্র কয়েক বছর আগে তাঁদের বিয়ে হয়েছিল। ওই দম্পতির এখনও কোনও সন্তান হয়নি। আর এর মধ্যেই দুর্ভাগ্য বশত স্বামী মারা গেলেন। ঘটনাটি রাজধানী দিল্লির।
স্বামীই যখন জীবিত নেই, তখন সন্তান হওয়ার আশাও নেই। তাই, দিল্লির এই মহিলা এইমসের ডাক্তারদের কাছে অনুরোধ করেন তাঁর মৃত স্বামীর শুক্রাণু সংরক্ষণ করে রাখতে। যাতে তিনি ভবিষ্যতে তাঁর স্বামীর ঔরসে মা হতে পারেন।
কিন্তু ডাক্তারেরা মহিলার সেই দাবি তখনই নাকচ করে দেন। যদিও মহিলার এই ইচ্ছায় সম্মতি ছিল তাঁর শ্বশুর বাড়ির। তবুও এইমসের চিকিত্সকেরা জানিয়ে দেন যে ময়নাতদন্তের সময় শুক্রাণু বার করার জন্য দেশে সুস্পষ্ট কোনও আইন নেই। তাই তাঁরা অপারগ।
প্রতিবাদে শ্বশুরবাড়ির সামনে মেয়ে কোলে ধরনায় বসেছেন রুশ তরুণী ফিমেনকভ
এইমসেরই এক ডাক্তার জানিয়েছেন, "মৃতদেহ থেকে শুক্রাণু বের করাটা পাঁচ মিনিটের কাজ। কিন্তু বিষয়টিতে নীতি এবং আইনগত প্রশ্ন জড়িয়ে রয়েছে।"