তিন মাসের কাজ ৭ ঘণ্টায়, সেতুর পুনর্নির্মাণ করে তাক লাগাল রেল

উত্তর প্রদেশে মাত্র কয়েক ঘণ্টা সেতু মেরামতি করে দিল ভারতীয় রেল। 

Updated By: Jan 6, 2018, 09:12 PM IST
তিন মাসের কাজ ৭ ঘণ্টায়, সেতুর পুনর্নির্মাণ করে তাক লাগাল রেল
ছবি সৌজন্যে- এএনআই।

ওয়েব ডেস্ক: মাত্র কয়েক ঘণ্টায় রেল সেতু পুনর্নির্মাণ করে তাক লাগিয়ে দিল ভারতীয় রেল। ঘটনাটি উত্তর প্রদেশের মোরাদাবাদের। 

মোরাদাবাদ-নাজিবাবাদ রুটে বুন্দকি রেলস্টেশনের কাছে একটি সেতু ভেঙে পড়েছিল। সেতুটি অনেক পুরনো ছিল। সংবাদ সংস্থা এএনআই-কে উত্তর রেলওয়ের জেনারেল ম্যানেজার ভি চৌবে বলেন, ''সেতুর ধ্বংসাবশেষ আগে সরিয়েছেন রেলকর্মীরা। তারপর আরসিসি বক্স লাগিয়ে রেল ট্র্যাক জোড়া হয়েছে। সাত ঘণ্টার মধ্যেই আমরা গোটা কাজ সেরে ফেলেছি। আবার সেখান দিয়ে ট্রেন পরিষেবা শুরু হয়েছে।'' 

আরও পড়ুন- সুপ্রিম কোর্টের রায়ের পরও এসএমএস পাঠিয়ে স্ত্রীকে তিন তালাক

জানা গিয়েছে, ওই রেল সেতুটি শতর্বর্ষ প্রাচীন। ভি চৌবে জানিয়েছেন, গতানুগতিক পদ্ধতিতে রেলসেতু পুনর্নির্মাণ করা হলে অন্তত ৩ মাস সময় লাগত।

 

.