বুধবার ভারতে ফিরতে পারেন 'দাউদ দুশমন' রাজন
ছোটা রাজনকে ভারতে নিয়ে আসার জন্য ইন্দোনেশিয়াতে পৌঁছাল একটি ভারতীয় প্রতিনিধি দল। সূত্রের খবর, খুব তাড়াতাড়ি ভারতে নিয়ে আসা হবে রাজনকে। সম্ভবত বুধবারই ভারতে আসবেন রাজন।
ওয়েব ডেস্ক: ছোটা রাজনকে ভারতে নিয়ে আসার জন্য ইন্দোনেশিয়াতে পৌঁছাল একটি ভারতীয় প্রতিনিধি দল। সূত্রের খবর, খুব তাড়াতাড়ি ভারতে নিয়ে আসা হবে রাজনকে। সম্ভবত বুধবারই ভারতে আসবেন রাজন।
রবিবার ইন্দোনেশিয়া পৌঁছায় সিবিআই, দিল্লি এবং মুম্বাই পুলিসের প্রতিনিধি দলটি। এর আগে ইন্দোনেশিয়াতে পুলিসের দফতরে রাজনের সঙ্গে দেখা করেন একজন ভারতীয় কূটনীতিক।
পুলিস সূত্রে জানা গেছে, রবিবার সঞ্জীব কুমার আগারওয়াল জাকার্তা থেকে বালিতে রাজনের সঙ্গে দেখা করতে যান। তিনিই হলেন প্রথম ভারতীয় যিনি দেখা করতে যান রাজনের সঙ্গে।
প্রসঙ্গত, ২৫ অক্টোবর অস্ট্রেলিয়া থেকে ফেরার সময় বালি এয়ারপোর্ট থেকে আটক করা হয় দাউদ দুশমনকে।
ইন্দোনেশিয়ার পুলিসের তরফ থেকে একটি রিপোর্ট ভারতীয় দূতাবাসের কাছে দেওয়ার পরই, ২ দিনের মধ্যে রাজনকে ভারতে নিয়ে আসতে পারবে ভারতীয় প্রতিনিধি দলটি।