হাত দেখে মোদি নিয়ে নয়, বিজেপি নিয়ে চিন্তিত জ্যোতিষী বেজান দারুওয়ালা

মুম্বইয়ের বিখ্যাত জ্যোতিষ বেজান দারুওয়ালা সম্প্রতি হাত দেখেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। আর মোদির হাত দেখার পর খানিকটা চিন্তিত তিনি।

Updated By: Nov 2, 2015, 09:00 AM IST
হাত দেখে মোদি নিয়ে নয়, বিজেপি নিয়ে চিন্তিত জ্যোতিষী বেজান দারুওয়ালা

ওয়েব ডেস্ক: মুম্বইয়ের বিখ্যাত জ্যোতিষ বেজান দারুওয়ালা সম্প্রতি হাত দেখেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। আর মোদির হাত দেখার পর খানিকটা চিন্তিত তিনি।
সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে বেজান দারুওয়ালা বলেছেন, ''মোদিজির হাতে অনেক উত্থান রয়েছে। আমাদের দেশের আগের প্রধানমন্ত্রীর থেকে তিনি অনেক বেশ শক্তিশালী ব্যক্তিত্ব। আগামী দিনেও মোদিজির অনেক ভাল কিছু পাওয়ার আছে। কিন্তু তাঁর দল বিজেপির আসন্ন সময়টা খুব একটা ভাল যাবে বলে মনে হচ্ছে না।''
তখন সাংবাদিকরা তাঁকে জিজ্ঞাসা করেন, কবে , কখন প্রধানমন্ত্রী তাঁকে হাত দেখিয়েছেন? এই প্রশ্নের উত্তর অবশ্য এড়িয়ে গিয়েছেন দাড়ুওয়ালা।
সম্প্রতি, নীতীশ কুমার এক তান্ত্রিকের সঙ্গে দেখা করেন, তাহলে কী, তন্ত্র-মন্ত্র করে নির্বাচনে জেতা যায়! মোদি নিজে কিন্তু নীতীশ কুমারকে এই ইস্যুতে দুদিন আগেই কটাক্ষ করেছিলেন।

.